আজ: শনিবার, ২০ এপ্রিল ২০২৪ইং, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৬ মে ২০১৫, বুধবার |

kidarkar

দীর্ঘদিন ল্যাপটপের সার্ভিস পেতে যা করনীয়

Laptopশেয়ারবাজার ডেস্ক: বর্তমানে বাংলাদেশে ল্যাপটপের ব্যাপক চাহিদা রয়েছে। বিভিন্ন সুবিধার কারনে অনেকেই এখন ডেস্কটপ এর পরিবর্তে ল্যাপটপ ব্যাবহার করছে। যদিও প্রোফেশনাল কাজের জন্য ডেস্কটপই উপযুক্ত। তবে যারা শখের বশে কম্পিউটার ব্যবহার করেন, তাদের ল্যাপটপ কেনাই উচিত। ল্যাপটপ সাধারনত দুই ধরনের হয়ে থাকে- নেটবুক, নোটবুক।

যারা হাল্কা কাজ বা অনলাইনে কাজ করে থাকে তাদের সাধারনত নেটবুক ব্যাবহার করতে দেখা যায়। আর অপেক্ষাকৃত ভারী কাজ ও হাই গ্রাফিক্স এর গেমিং এর জন্য অনেকেই নোটবুক কিনে থাকে। শুধু ল্যাপটপ কিনে ব্যাবহার করলেই চলবে না। ব্যাবহার এর সাথে সাথে নিয়মিতভাবে এর যত্নও নিতে হবে। ল্যাপটপ যাতে দীর্ঘদিন সঠিকভাবে সার্ভিস দিতে পারে তার জন্য কিছু বিষয় মেনে চললে এর পারফরমেন্স ভাল থাকবে। আর সেসব বিষয়গুলো নিম্নে তুলে ধরা হলঃ-

১. ব্যাটারি দিয়ে ল্যাপটপ চালানোর প্রয়োজন না হলেও মাঝে মধ্যে ব্যাটারি থেকে চালাতে হবে, না হলে ব্যাটারির আয়ু কমে যাবে।

২. ব্যাটারিতে ল্যাপটপ চালানোর সময় স্ক্রিনের ব্রাইটনেস কমিয়ে নেয়া ভাল।

৩. মাঝে মাঝে ব্যাটারির কানেক্টর লাইন পরিষ্কার করতে হবে।

৪. ভালো মানের এন্টিভাইরাস ব্যবহার করাই উত্তম।

৫. অপ্রয়োজনিয় উইন্ডোগুলো মিনিমাইজে রাখতে হবে।

৬. হার্ডডিস্ক থেকে মুভি-গান প্লে করা ভাল, সিডি/ডিভিডি রোম অনেক বেশি পাওয়ার নেয়।

৭. এয়ার ভেন্টের পথ খোলা রাখতে হবে যাতে সহজে বাতাস চলাচল করতে পারে।

৮. সরাসরি সূর্যের আলোতে ল্যাপটপ একেবারেই রাখা যাবেনা।

৯. ব্লু-টুথ ও ওয়াই-ফাই ব্যাবহার ব্যাতিত তা বন্ধ রাখা নিরাপদ।

১০. হার্ডডিস্ক ও সিপিইউ-এর মেইনটেন্যান্সে কোনো হাত দেয়া যাবে না।

১১. আপাতত দরকার নেই এমন প্রোগ্রাম আনইনস্টল করাই ভাল।

১২. ল্যাপটপ এর উপর পরা ময়লা সঠিক পরিস্কারক দ্রব্য দ্বারা পরিস্কার করতে হবে।

১৩. ল্যাপটপের কি বোর্ড ও মাউস এর পরিবর্তে এক্সটারনাল কি বোর্ড ও মাউস ব্যবহার করলে ল্যাপটপের কিবোর্ড এবং মাউস প্যাড দীর্ঘ দিন ভাল থাকবে ।

১৪. ল্যাপটপে বেশি গ্রাফিক্সের গেমস না খেলা, এতে করে ল্যাপটপ খুবই উত্তপ্ত হয়ে যায় যা ভেতরের অন্যান্য যন্ত্রপাতির জন্য ক্ষতিকারক।

১৫. ল্যাপটপে যথা সম্ভব ছোট সাইজের সফটওয়্যার ব্যবহার করা উচিত।

১৬. ল্যাপটপ যথা সম্ভব কম সময়ের জন্য চালানো উচিৎ।

১৭. সরাসরি তাপ থেকে ল্যাপটপ দূরে রাখা উচিত।

১৮. ল্যাপটপ বেশিক্ষণ কোলের ওপর রেখে ব্যবহার করা উচিত নয়। কিছুদিন আগে একদল গবেষক ল্যাপটপ ব্যবহারকারীর মাঝে এক জরিপ চালিয়ে দেখেছেন, যারা কোলের ওপর রেখে অনেকক্ষণ ল্যাপটপ ব্যবহার করেন তাদের প্রজনন ক্ষমতা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।

১৮. ল্যাপটপ বহনে ল্যাপটপের জন্য বিশেষভাবে তৈরি ব্যাগ ব্যবহার করুন। এসব ব্যাগ ল্যাপটপকে বাইরের আঘাত থেকে রক্ষা করতে পারে। এছাড়া ভ্রমণে ল্যাপটপ বহন করার জন্য কাঁধে ঝুলানোর সুবিধাযুক্ত ব্যাগ ব্যবহার করতে পারেন।

১৯. ঘরে বা বাইরে বিদ্যুত্ ব্যবহারের সুবিধা আছে এমন স্থানে সরাসরি বিদ্যুত্ ব্যবহারের মাধ্যমে ল্যাপটপ চালান। ল্যাপটপের ব্যাটারির একটি নির্দিষ্ট আয়ু আছে। একটি নির্দিষ্ট সংখ্যক বার চার্জ হওয়ার পর এই ব্যাটারিটি নষ্ট অর্থাত্ ব্যবহারের অনুপযোগী হয়ে যায়।

২০. ল্যাপটপের এয়ার ভেন্টটি নিয়মিত পরিষ্কার করুন। কারণ এয়ার ভেন্ট বন্ধ হয়ে গেলে প্রচুর তাপ উত্পন্ন হবে, যা ল্যাপটপের জন্য ক্ষতিকর।

২১. খাবার ও পানীয় থেকে ল্যাপটপ দূরে রাখুন। না হলে অসাবধানতাবশত ল্যাপটপের ওপর পানি পড়ে নষ্ট হয়ে যেতে পারে।

২২. ল্যাপটপ ডেস্কটপের মতো একটানা ব্যবহার করা ঠিক নয়। বেশ কয়েক ঘণ্টা ব্যবহার করার পর ল্যাপটপ কিছু সময় বন্ধ রাখা উচিত।

২৩. চোখের সুবিধার জন্য স্ক্রিনের লাইট আপনার চোখের সঙ্গে মানানসই করে রাখুন। মনে রাখবেন, এমন হাই কালার দিয়ে রাখবেন না যেটি চোখের সহ্যের বাইরে। সূত্র: ইন্টারনেট।

 

শেয়ারবাজারনিউজ/রু/মু/ও/তু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.