আজ: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ইং, ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৯ মে ২০১৫, শনিবার |

kidarkar

মুনাফা কমেছে ইস্টার্ণ ব্যাংকের

eblশেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের ‘এ’ ক্যাটাগরির ইস্টার্ণ ব্যাংক প্রথম প্রান্তিক (জানুয়ারী-মার্চ ১৫) আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির মুনাফা কমেছে ৮ কোটি ৫৫ লাখ ৮০ হাজার টাকা। সংশ্লিষ্ঠ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানির কর পরিশোধের পর মুনাফা হয়েছে (সংকুচিত) ৬৩ কোটি ৪১ লাখ টাকা ও শেয়ার প্রতি আয় (ইপিএস) (সংকুচিত) ১.০৪ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল যথাক্রমে ৭১ কোটি ৯৬ লাখ ৮০ হাজার টাকা ও ১.১৮ টাকা। সেই হিসাবে প্রথম প্রান্তিকে কোম্পানিটির মুনাফা কমেছে ৮ কোটি ৫৫ লাখ ৮০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়েছে ০.১৪ টাকা।

এদিকে, কোম্পানিটির নিট সম্পদ মূল্যের পরিমাণ দাঁড়িয়েছে (এনএভি) (সংকুচিত) ১ হাজার ৯৬৫ কোটি ৯১ লাখ টাকা, শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে (সংকুচিত) ৩২.১৭ টাকা এবং শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) হয়েছে (নেগেটিভ) ৭.৪১ টাকা।

শেয়ারবাজারনিউজ/মু

 

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.