আজ: শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ইং, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৭ মে ২০১৮, বৃহস্পতিবার |

kidarkar

ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের লেনদেন শুরু: মার্জিন সুবিধা বন্ধ

শেয়ারবাজার রিপোর্ট: প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া সম্পন্ন করা ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের লেনদেন শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় দেশের উভয় শেয়ারবাজারে আনুষ্ঠানিক শুরু হয় এ কোম্পানির লেনদেন। এদিকে এ কোম্পানির শেয়ার ক্রয়ে আগামী ৩০ কার্যদিবস পর্যন্ত মার্জিন সুবিধা পাবেন না বিনিয়োগকারীরা। ডিএসই সূত্র এ তথ্য জানা গেছে।

‘এন’ ক্যাটাগরির আওতায় লেনদেন শুরু করা ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের ট্রেডিং কোড-“INTRACO”। ডিএসইতে কোম্পানি কোড হবে 15320 আর সিএসইতে কোম্পানি কোড হবে ২০০২০।

জানা যায়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কর্তৃক জারিকৃত Directive no,SEC/CMRRCD/2009-193/177 and BSEC Order No. SEC/CMRRCD/2009-193/178 এবং বিএসইরির আদেশ নং এসইসি/সিএমআরআরসিডি/২০০৯-১৯৩/১৭৮ তারিখ : ২৭/১০/২০১৫ অনুযায়ী স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোনো সিকিউরিটির নতুন লেনদেন শুরু বা ক্যাটাগরি পরিবর্তনের ক্ষেত্রে প্রথম ৩০ কার্যদিবস উক্ত সিকিউরিটি ক্রয়ের জন্য মার্জিন ঋণ প্রদান করা যাইবে না।

বিশ্লেষণে দেখা গেছে, বৃহস্পতিবার (১৭ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির প্রথম লেনদেন শুরু হয় ৬০.৯০ টাকা দরে। লেনদেন শুরুর প্রথম ১ঘন্টা ১৫ মিনিটে কুইন ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের শেয়ার দর বেড়েছে ৩৪৭.০০ শতাংশ। এদিন দুপুর পৌনে ১২টায় এ কোম্পানির মোট ৫৭ লাখ ৮ হাজার ৯৬০টি শেয়ার মোট ১১ হাজার ৯৯৩ বার হাত বদল হয়। যার বাজার মূল্য ছিল ২৬ কোটি ৬৩ লাখ ৩৮ হাজার টাকা।

শেয়ারবাজারনিউজ/মু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.