আজ: শনিবার, ২০ এপ্রিল ২০২৪ইং, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৯ মে ২০১৮, শনিবার |

kidarkar

কে হচ্ছে ব্রাজিলের অধিনায়ক?

শেয়ারবাজার ডেস্ক: আর মাত্র ২৬ দিন পর রাশিয়ায় বসবে বিশ্ব ফুটবলের ২১তম এই আসর। চারিদিকে শুরু হয়েছে খেলা নিয়ে শুরু হয়েছে নানা গুঞ্জন। এরই মধ্যে ঘোষনা করা হয়েছে বিভিন্ন দলের খেলোয়ারদের তালিকা। যারা রাশিয়া বিশ্বকাপের ২১তম আসরকে আলোকিত করবেন। বিশ্বকাপে খেলার ম্যাচ নিধারণী হয়েছে অনেক আগেই। তাই সব দলই তার প্রতিপক্ষকে নিয়ে ভাবতে শুরু করেছে। কিভাবে আটকাবেন তার প্রতিপক্ষ দলকে। তাই বিশ্বকাপে নিজেদের লক্ষ্য, পরিকল্পনা এবং প্রতিপক্ষ নিয়ে এরই মধ্যে কোচরা কথা বলা শুরু করে দিয়েছেন।

বিশ্বকাপের এক মাস সময় বাকি থাকতেই ২৩ সদস্যের মূল স্কোয়াড ঘোষণা করেছিলেন ব্রাজিলের কোচ তিতে। তবে স্কোয়াড ঘোষণা করলেও রাশিয়ায় ব্রাজিলের অধিনায়ক কে হবেন, সেটা জানাননি ব্রাজিলিয়ান কোচ। এবার তিনি ইঙ্গিত দিলেন বিশ্বকাপে ব্রাজিলকে নেতৃত্ব দিতে পারেন একুশ বছর বয়সী তরুণ গ্যাব্রিয়েল জেসুস।

তবে বিশ্বকাপের জন্য জেসুসকে ব্রাজিল অধিনায়কের আর্মব্যান্ড সঁপে দেয়ার আগে প্রস্তুতিমূলক প্রীতি ম্যাচগুলোয় তাকে অধিনায়কত্ব দিয়ে পরীক্ষা করে নিতে চান তিতে। মূলপর্বের খেলা শুরুর আগে ৩ জুন ক্রোয়েশিয়া এবং ১০ জুন অস্ট্রিয়ার বিরুদ্ধে দুইটি ম্যাচ খেলবে ব্রাজিল। ওই ম্যাচগুলোতেই জেসুসকে নেতৃত্ব দেয়ার কথা জানিয়েছেন তিতে। প্রীতি ম্যাচগুলোর পারফরম্যান্সের উপর ভিত্তি করেই বিশ্বকাপের মূল অধিনায়ক ঘোষণা করবেন ব্রাজিলিয়ান কোচ।

স্থানীয় সংবাদ মাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে ব্রাজিলিয়ান কোচ বলেন, ‘উইলিয়ান, থিয়াগো সিলভা, ফেলিপ্পে লুইস, ফার্নান্দিনহোসহ আমাদের শুরুর একাদশের প্রায় সবার অধিনায়কত্ব করার অভিজ্ঞতা রয়েছে। অধিনায়কত্ব না করা একমাত্র খেলোয়াড় শুধুমাত্র গ্যাব্রিয়েল জেসুস।’

তিনি আরও যোগ করেন, ‘আমরা অধিনায়কের এই পালাবদল জারি রাখবো। এভাবেই খেলোয়াড়দের মধ্যকার নেতৃত্বগুণ সম্পর্কে ধারণা পাওয়া যায়। তবে দানি আলভেজের বদলে কে অধিনায়ক হিসেবে থাকবে, তা এখনই জানিয়ে দিচ্ছি না।’

ব্রাজিলিয়ান কোচ জেসুসকে অধিনায়কত্ব দেয়ার ইঙ্গিত দিলেও একই পজিশনে জেসুসের চেয়ে ভালো ফর্মে রয়েছেন লিভারপুলের তারকা খেলোয়াড় রবার্তো ফিরমিনো। তবু ফিরমিনোর চেয়ে জেসুসের প্রতিই বেশি আস্থা তিতের। তিনি বলেন, ‘হ্যাঁ, এটা সত্যি যে জেসুসের চেয়ে ফিরমিনো এই মৌসুমে ভালো খেলেছে। জেসুস প্রায় পুরোটাই ইনজুরিতে কাটিয়েছে। তবে ব্রাজিলের জার্সি গায়ে জেসুস অসাধারণ খেলে। তাই এখন জেসুসই আমাদের মূল স্ট্রাইকার।’ ইয়াহু স্পোর্টস

শেয়ারবাজারনিউজ/মু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.