আজ: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ইং, ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৩ মে ২০১৮, বুধবার |

kidarkar

ভিএফএস থ্রেড ডাইং: আইপিও আবেদনের তারিখ নির্ধারণ

শেয়ারবাজার রিপোর্ট: ভিএফএস থ্রেড ডাইং লিমিটেডকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আ‌বেদন আগামী ২৪ জুন শুরু হ‌চ্ছে। বি‌নি‌য়োগকারীরা আগামী ২ জুলাই পর্যন্ত এ কোম্পা‌নির আই‌পিও‌তে আ‌বেদন কর‌তে পার‌বেন। কোম্পা‌নি সূ‌ত্রে এ তথ্য জানা গে‌ছে।

এর আ‌গে বিএসইসির ৬৩৮তম কমিশন সভায় এ আইপিও অনুমোদন দেওয়া হয়।

কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে ২ কোটি ২০ লাখ শেয়ার ইস্যু করে ২২ কোটি টাকা তুলবে। এ টাকা দিয়ে কোম্পানিটি প্ল্যান্ট ও মেশিনারিজ ক্রয়, ব্যাংক ঋণ পরিশোধ ও আইপিও খরচে ব্যয় করবে।

৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১৯.৯০ টাকা। এ সময়ের কোম্পানিটির ইপিএস হয়েছে ২.০২ টাকা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে সিটিজেন সিকিউরিটিজ লিমিটেড ও ফার্স্ট সিকিউরিটিজ ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

শেয়ারবাজারনিউজ/ম সা

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.