আজ: শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ইং, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৮ মে ২০১৮, সোমবার |

kidarkar

১ বোতল মদের দাম কোটি টাকা!

শেয়ারবাজার ডেস্ক: ১৭৭৪ সালে ফ্রান্সের রাজা ষোড়শ লুইয়ের আমলের তৈরি এক বোতল ভিনটেজ মদ বিক্রি হয়েছে ১ লাখ ৩ হাজার ৭০০ ডলারে (বাংলাদেশি মুদ্রায় ১ কোটি টাকারও বেশি), যা রীতিমতো রেকর্ডের জন্ম দিয়েছে।

নিলাম প্রতিষ্ঠান জুরা এনচেরেস শনিবার (২৬ মার্চ) নিলামে তোলে এই মদ, এছাড়া নিলামে তোলা আরও দুই বোতল মদ বিক্রি হয়েছে যথাক্রমে ৭৬ হাজার ২৫০ ইউরো ও ৭৩ হাজার ২০০ ইউরোতে।

নিলামকারী ফিলিপে এটিয়েভ্যান্ট বলেন, ১৭৭৪ সালের এক বোতল মদ পরীক্ষা করেছিলেন ২৪ বিশেষজ্ঞের একটি দল। তারা সেটিকে মানের দিক দিয়ে ১০ এ ৯.৪ নম্বর দিয়েছিলেন। ২০১১ সালে একই ধরনের এক বোতল মদ বিক্রি হয়েছিল ৫৭ হাজার ইউরোতে।

পৃথিবীর সবচেয়ে পুরোনো এ মদগুলো তৈরি হয়েছে ফ্রান্সের জুরা অঞ্চলে। তৈরি করেছিলেন আনাতৌলি ভারসেল বিন জুয়ান। তার বংশধরদের কাছে রক্ষিত ছিল বোতলগুলো। নিলামে এত দামে এগুলো বিক্রি হবে তারাও আশা করেননি। আঙুর বাগানের জন্য বিখ্যাত ফ্রান্সের পাহাড়ি জুরা অঞ্চলে এখনো মদ তৈরি হয়।

শেয়ারবাজারনিউজ/মু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.