আজ: শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ইং, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

৩১ মে ২০১৮, বৃহস্পতিবার |

kidarkar

হামাসও রাজি হয়েছে যুদ্ধবিরতি মেনে চলতে

শেয়ারবাজার ডেস্ক: গাজা উপত্যকা নতুন করে সংঘাতময় হয়ে ওঠার মধ্যে ইহুদিবাদী ইসরাইল যুদ্ধবিরতি মেনে চলার ঘোষণার দেয়ার প্রেক্ষাপটে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসও অস্ত্রবিরতি পালন করতে রাজি হয়েছে।

এক বিবৃতিতে গাজায় হামাসের উপ প্রধান খলিল আল-হাইয়া বলেছেন, “ইসরাইলি আগ্রাসনের মুখে সফল প্রতিরোধের পর গত কয়েক ঘণ্টায় বহু মাধ্যমে থেকে মধ্যস্থতার চেষ্টা হয়েছে। এ অবস্থায় ২০১৪ সালের যুদ্ধবিরতি মেনে চলার বিষয়ে এক ধরনের সমঝোতা হয়েছে। দখলদাররা যতক্ষণ পর্যন্ত যুদ্ধবিরতি মেনে চলবে প্রতিরোধ সংগঠনগুলোও ততক্ষণ মেনে চলবে।”

মঙ্গলবার ইহুদিবাদী ইসরাইল গাজার অন্তত ৩০টি অবস্থানে বিমান হামলা চালায়। জবাবে হামাস এবং ইসলামি জিহাদ আন্দোলনও রকেট ও মর্টার ছুঁড়েছে। ২০১৪ সালের পর একে সবচেয়ে বড় সংঘাত বলে উল্লেখ করেছে ইহুদিবাদীরা।

শেয়ারবাজারনিউজ/মু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.