আজ: শনিবার, ২০ এপ্রিল ২০২৪ইং, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১০ মে ২০১৫, রবিবার |

kidarkar

প্রত্যেক বাড়িতে বিনামূল্যে পলিথিন সরবরাহ করা হবে

khokonশেয়ারবাজার রিপোর্ট: ঢাকা সিটিকে পরিচ্ছন্ন করার লক্ষ্যে প্রত্যেক বাড়িতে বিনামূল্যে পলিথিন প্যাকেট সরবরাহ করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র সাঈদ খোকন।

রোববার রাওয়া ক্লাবে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনিসুল হক ও সাঈদ খোকনকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন। তৈরি পোশাকশিল্পের তিন সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ এবং বিটিএমএ এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

সাঈদ খোকন বলেন, ‘আসছে শবেবরাতের আগেই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সব রাস্তায় শতভাগ লাইটিং করা হবে। এ ছাড়া ঢাকা সিটিকে পরিচ্ছন্ন করার লক্ষ্যে প্রত্যেক বাড়িতে বিনামূল্যে পলিথিন প্যাকেট সরবরাহ করা হবে, যাতে ময়লা ও বর্জ্য নির্দিষ্ট স্থানে রাখা যায়।

তিনি বলেন, ‘এই শহরের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও উন্নয়ন করতে দলমত কিছু দেখব না। রাজনীতি থাকবে যার যার, মেয়র থাকবে সবার। এখানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামায়াত কিছু থাকবে না।’

তিনি আরও বলেন, ‘মেয়র নয়, একজন ভুক্তভোগী হিসেবে আমি জানি এ শহরের সমস্যা কোথায়? শত সমস্যার মাঝেও আমরা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি। আমাদের আছে সাড়ে ৪ শ’ বছরের ইতিহাস। আমি জানি এই শহরের পারিবারিক, সামাজিক রীতি-নীতি ও রাজনৈতিক ইতিহাস। ফজরের আজান হলে আমরা এক সঙ্গে মসজিদে যাই। আবার বুকে বুক মিলিয়ে ঈদের জামাত আদায় করি। আবার ভাষা শহীদ দিবসে কাঁধে কাঁধ মিলিয়ে, খালি পায়ে প্রভাত ফেরি করি। মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে হাতে হাত মিলিয়ে বাংলা নববর্ষকে আলিঙ্গন করি। তাই এই শহরকে নিজস্ব আবাস হিসেবে গড়ে তুলতে নগর পিতা হিসেবে নয়, আপনাদের সন্তান হিসেবে কাজ করতে চাই।’

শেয়ারবাবাজারনিউজ/অ/সা/মু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.