আজ: শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ইং, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৪ জুন ২০১৮, রবিবার |

kidarkar

শান্তিরক্ষা মিশনের পরিচালনা বিভাগের প্রধান ঢাকা আসছেন আজ

শেয়ারবাজার ডেস্ক: জাতিসংঘ সদর দপ্তরের শান্তিরক্ষা মিশন পরিচালনা বিভাগের প্রধান আন্ডার সেক্রেটারি জেনারেল জোঁ পিয়েরে ল্যাক্রোয়া-এর নেতৃত্বে পাঁচ সদস্যবিশিষ্ট জাতিসংঘের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল আজ রবিবার ঢাকা আসবেন।

বাংলাদেশ সফরকালে প্রতিনিধিদলটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, তিনবাহিনীর প্রধান ও পুলিশের মহাপরিদর্শকের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রস্তুতি, প্রশিক্ষণ ও সার্বিক তৎপরতা অবলোকন ও এ সংক্রান্ত সম্যক ধারণা অর্জন এই সফরের মূল উদ্দেশ্য।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানিয়ে বলা হয়, জাতিসংঘ সদর দপ্তরের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের এই সফরের মাধ্যমে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ভবিষ্যতে বাংলাদেশের ভূমিকা ও অংশগ্রহণের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা যায়।

প্রতিনিধিদলটি ২৪ জুন থেকে ২৬ জুন পর্যন্ত দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ সফরের অংশ হিসেবে বাংলাদেশ সফর করবেন। সফর শেষে প্রতিনিধিদলটি ২৬ জুন বাংলাদেশ ত্যাগ করবে।

শেয়ারবাজারনিউজ/মু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.