আজ: বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ইং, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৫ জুন ২০১৮, সোমবার |

kidarkar

চশমা পরায় প্রধানমন্ত্রীকে জরিমানা!

শেয়ারবাজার ডেস্ক: চশমা পরায় জরিমানা দিতে হলো কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে। উপহার পাওয়া চশমা জনসম্মুখে প্রকাশ না করায় এ জরিমানা দিতে হয়েছে তাকে। এজন্য ট্রুডো ১০০ ডলার জরিমানা পরিশোধও করেছেন।

২০০ ডলার মূল্যের বেশি দামি কোন উপহার পেলে কানাডার আইন অনুযায়ী তা জনসমক্ষে ৩০ দিনের মধ্যে জানাতে হয়। আর প্রধানমন্ত্রী তা না জানানোয় তাকে ১০০ ডলার জরিমানা করা হয়।

গত বছর গ্রীষ্মকালে কানাডার একজন রাজনীতিক ওয়েড ম্যাকলাচলান প্রধানমন্ত্রী ট্রুডোকে দুই জোড়া সানগ্লাস উপহার দিয়েছিলেন। স্থানীয় বাজার দর অনুযায়ী এর খুচরা মূল্য ৩০০ থেকে ৫০০ ডলার।

শনিবার এক প্রতিবেদনে সিবিসি জানায়, ট্রুডোকে এই জরিমানা করেছে পার্লামেন্টের নীতিগত ওয়াচডগ বা পর্যবেক্ষকরা।

এ বিষয়ে কনফ্লিক্ট অব ইন্টারেস্ট অ্যান্ড এথিকস কমিশনার মারিও ডিওনের অফিস থেকে একটি নোটিশ দেয়া হয়েছে।

কানাডার ‘কনফ্লিক্ট অব ইন্টারেস্ট অ্যাক্ট’-আইনের অধীনে সরকারি দায়িত্বে থাকা সব কর্মকর্তা, কর্মচারী ২০০ ডলার বা তার বেশি মূল্যের কোনো উপহার পেয়ে থাকলে অবশ্যই তা প্রাপ্তির ৩০ দিনের মধ্যে জনসমক্ষে প্রকাশ করতে হবে।

কিন্তু ট্রুডো সে আইন ভঙ্গ করায় তাকে এ জরিমানা করা হয়। এদিকে তিনি ঐ জরিমানা দিতে গাফিলতিও করেছেন। জরিমানা যখন দেয়ার কথা ছিল তার থেকে তিনি প্রায় এক বছর বেশি সময় নিয়েছেন। তিনি গত ১৮ জুন ওই জরিমানা পরিশোধ করেছেন।

শেয়ারবাজারনিউজ/মু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.