আজ: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ইং, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৬ জুন ২০১৮, মঙ্গলবার |

kidarkar

এক খুনের ঘটনায় সব পুলিশ আটক!

শেয়ারবাজার ডেস্ক: মেক্সিকোর ওকাম্পো শহরের এক মেয়র প্রার্থী খুন হয়েছেন। আর এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে ওকাম্পো শহরের সব পুলিশ বাহিনীর সদস্যকে আটক করা হয়েছে।

দেশটির কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী তাদের আটক করেছে। বিবিসি জানায়, বৃহস্পতিবার সকালে ৬৪ বছর বয়সী ফারনান্দো অ্যাঞ্জেলেস হুয়ারেজকে তার বাসার সামনেই গুলি করে পালিয়ে যায় কয়েকজন অজ্ঞাত বন্দুকধারী।

এরপর অ্যাঞ্জেলেসের খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রোববার ভোররাতে নিরাপত্তা বাহিনী ওকাম্পোর ২৭ পুলিশ কর্মকর্তার সবাইকে ও স্থানীয় সরকারি নিরাপত্তা সচিবকে আটক করে। নিহত অ্যাঞ্জেলেস একজন সফল ব্যবসায়ী ছিলেন। আগে কিছুদিন রাজনীতি করেছিলেন তিনি।

প্রথমে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়ানোর কথা ভাবলেও পরে মেক্সিকোর অন্যতম প্রধান রাজনৈতিক দল মধ্য বামপন্থী পার্টি অব দ্য ডেমোক্রেটিক রেভ্যুলেশনে (পিআরডি) যোগ দেন তিনি।

শেয়ারবাজারনিউজ/মু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.