আজ: বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ইং, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৬ জুন ২০১৮, মঙ্গলবার |

kidarkar

রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় নৌপ্রধানের সাক্ষাৎ

শেয়ারবাজার ডেস্ক: ভারতীয় নৌবাহিনী প্রধান এডমিরাল সুনীল লেনবা গতকাল বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রাষ্ট্রপতি বঙ্গভবনে ভারতীয় নৌবাহিনী প্রধানকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যকার বর্তমান দ্বিপক্ষীয় সম্পর্ক চমৎকার এবং ক্রমান্বয়ে তা আরো জোরদার হচ্ছে।

এ সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন সাংবাদিকদের ব্রিফিংকালে একথা জানান।

আবদুল হামিদ বলেন, দুদেশের নৌবাহিনীর মধ্যকার এ ধরনের সফর দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখতে সহায়ক হবে। দুটি প্রতিবেশী দেশের সমুদ্র সম্পদের সর্বোচ্চ ব্যবহারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, এখানে ব্লু ইকোনোমির সম্ভাবনাসমূহ খুঁজে দেখার বিরাট সুযোগ রয়েছে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রীংলা, রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ এবং উভয় দেশের সিনিয়র সামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল মোহাম্মদ নিজামউদ্দিন আহমেদের আমন্ত্রণে এডমিরাল সুনীল লেনবা বর্তমানে ছয় দিনের সফরে বাংলাদেশে অবস্থান করছেন।

শেয়ারবাজারনিউজ/মু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.