আজ: শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ইং, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০২ জুলাই ২০১৮, সোমবার |

kidarkar

ছাত্রদের কাঁধে ভর করে ফয়দা লুটতে চায় বিএনপি: হাছান মাহমুদ

শেয়ারবাজার ডেস্ক: কোটা আন্দোলনকারীদের উপর ভর দিয়ে বিএনপি টিকে থাকার চেষ্টা করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। সোমবার (২ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলার মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘গণতন্ত্রের মানসকন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, ‘গাজীপুর সিটি নির্বাচনে হেরে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য কয়েকজন ছাত্রদের কাঁধে ভর করে রাজনৈতিক ফয়দা লুটতে চায় বিএনপি।’

‘হঠাৎ করে কোটা আন্দোলনকারীদের সরব হওয়ার পেছনে তাদের ‘রাজনীতি’ রয়েছে’ বলেও মন্তব্য করেন তিনি।

‘সামাজিক যোগাযোগ মাধ্যমে কোটা আন্দোলনকারীরা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছে’ জানিয়ে তিনি বলেন, ‘লাইভ ভিডিওতে তাদের যে বক্তব্য প্রকাশ পেয়েছে তাতেই সবকিছু স্পষ্ট হয়েছে।’

‘ফখরুল সাহেবরা তাদের কাঁধে ভর করে রাজনীতি করার চেষ্টা করছেন। তবে সরকার সে ফাঁদে পা দেবে না।’

‘দেশে সাড়ে চার দশক সময় ধরে কোটা পদ্ধতি চালু রয়েছে। সেটা বাতিল করতে হলে কয়েকটি পদ্ধতি অবলম্বন করতে হয়’ জানিয়ে তিনি বলেন, ‘আমরা কয়েকজন মিলে শাহাবাগে আন্দোলন করলাম। কয়েকটা বিশ্ববিদ্যালয়ের সামনে আন্দোলন করলাম। আর সাথে সাথে সেটা বাতিল হয়ে গেল! এটা তো হয় না।’

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা চিত্ত রঞ্জন দাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- সংগঠনের প্রতিষ্ঠা সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সারাহ বেগম কবরী। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হেদায়াতুল ইসলাম স্বপন, অরুন রানা প্রমুখ।

শেয়ারবাজারনিউজ/মু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.