আজ: শনিবার, ২০ এপ্রিল ২০২৪ইং, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১১ মে ২০১৫, সোমবার |

kidarkar

সার্চ ইঞ্জিন যেভাবে কাজ করে

Captureশেয়ারবাজার ডেস্ক: ইন্টারনেটে কোন কিছু সার্চ দেয়ার কথা উঠলে সন্দেহ ছাড়াই অনেকে বলে থাকে যে তাদের এই কাজে প্রথম পছন্দ গুগল।  কারন কোন কিছু সার্চ দেওয়ার সাথে সাথে সবার সামনে কাঙ্খিত সাইট বা পেজ গুলো নিয়ে হাজির হয় গুগল। যারা প্রযুক্তির খোজ খবর রাখেন তারা হয়ত জেনে থাকবেন যে, গুগলের সার্চ এ্যলগরিদন এর সাহায্যে সার্চ কার্যক্রম চালায়। কিন্তু এর আসল প্রসেসটি অনেকেরিই অজানা।

এর মূল প্রসেসটি সম্প্রতি গুগল “How Search Work” নামক ওয়েব সাইটে একটি এনিমেশনের মাধ্যমে দেখায়। গুগল এখানে সার্চ প্রসেসের পাশাপাশি দেখানো হয় কিভাবে স্পাম রিমোভ এবং পেজ র‌্যাঙ্কিং করা হয় ইত্যাদি।

গুগল মূলত ক্রল এবং ট্রাক করে ট্রিলিয়ন বা তার চেয়েও বেশি ওয়েব পেজকে এবং র‌্যাংঙ্ক করে প্রায় ২০০ এ্যলগরিদম ফর্মূলার উপর ভিত্তি করে। ১৯৯৭ সাল থেকে গুগল এই পর্যন্ত ১০০ মিলিয়নের বেশী গিগাবাইট তথ্য সংগ্রহ করেছে।

আমরা যখন গুগলে কিছু সার্চ করি তখন প্রায় ১৫০০ মাইলের মত বিভিন্ন সার্ভার থেকে তথ্য নিয়ে আসে এবং আমরা ১ সেকেন্ডের ১০ ভাগের ১ ভাগ সময়ের মধ্যে উত্তর পেয়ে যাই।

এ ছাড়া গুগল প্রতি মুহুর্তে স্পাম পেজগুলোকে তার ইনডেক্স থেকে মুছে ফেলছে। শুধু তাই না গুগল প্রতি মুহুর্তে স্পাম পেজ গুলোকে তার ইনডেক্স থেকে মুছে ফেলছে। বিশেষ করে ক্লকিং পেজ, যেমন মানুষকে এক রকম দেখায় এবং সার্চ ইঞ্জিনকে আরেক রকম দেখায়।

ভিডিওটি দেখতে ক্লিক করুন।

শেয়ারবাজারনিউজ/রু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.