আজ: শনিবার, ২০ এপ্রিল ২০২৪ইং, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১১ মে ২০১৫, সোমবার |

kidarkar

বিশ্বের প্রথম দৃষ্টিহীন সংবাদ পাঠক: রামানু

The world's first blind news readerশেয়ারবাজার ডেস্ক: নাম রামানুজমের, বয়স মাত্র ১১বছর, পড়াশোনা পঞ্চম শ্রেনীতে। ব্রেইল পদ্ধতিতে পড়াশোনা করছে, চোখে দৃষ্টি নেই জন্মান্ধ। পৃথিবীর আলো কিংবা প্রকৃতির রূপ-রস কিছুই দেখার সৌভাগ্য হয়নি তার ।

এর মধ্যে রামানু বিশ্বের প্রথম দৃষ্টিহীন সংবাদ পাঠক হিসেবে নিজের জায়গা করে নিয়েছে । ভারতের একটি টেলিভিশন চ্যানেলে লাইভ খবর পড়ে তাক লাগিয়ে দিয়েছে সে।

টানা ২২ মিনিট সে খবর পাঠ করেছে। মা-বাবা কোনোদিন কল্পনাও করেননি যে তার ছেলে টেলিভিশনে খবর পড়বে। তাদের মত অনেকের কল্পনায়ই আসেনি। কিন্তু তামিল চ্যানেল লোটাস নিউজে নেপাল এবং শ্রীলঙ্কার রাজাপাকসের খবর পড়ে মা-বাবার অধীর আগ্রহের সমাপ্তি ঘটাল রামানুজম। তার জীবনে টেলিভিশনের সামনে আসার ব্যাপারটা এই প্রথম। সূত্র: ইন্টারনেট।

শেয়ারবাজারনিউজ/রু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.