আজ: শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ইং, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১১ মে ২০১৫, সোমবার |

kidarkar

শিক্ষা অডিটে আসছে নতুন পদ্ধতি

Education_Ministryশেয়ারবাজার রিপোর্ট: সরকার শিক্ষায় গুণগত মান বৃদ্ধিতে অচিরেই স্কুল-কলেজ-মাদ্রাসায় প্রচলিত ম্যানুয়েল পদ্ধতির পরিবর্তন করে ডিজিটাল কনটেন্টভিত্তিক পিয়ার ইন্সপেকশনের অডিট পদ্ধতি চালু করতে যাচ্ছেন। এতে শিক্ষাব্যবস্থায় অডিটের ক্ষেত্রে আর সনাতন ম্যানুয়েল পদ্ধতি থাকছে না। দীর্ঘসূত্রতা পরিহার করে দ্রুত জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষে সরকার দ্রুত এ উদ্যোগ নিতে যাচ্ছেন। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

বর্তমান প্রচলিত পদ্ধতিতে বছরে মাত্র ১৭শ’ থেকে দুই হাজার শিক্ষা প্রতিষ্ঠানে পরিদর্শন ও নিরীক্ষা করা সম্ভব হয়। কিন্তু কনটেন্টভিত্তিক পিয়ার ইন্সপেকশন ও অডিট পদ্ধতি চালু করা হলে বছরে তিরিশ হাজার শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন ও নিরীক্ষা করা সম্ভব হবে।

১৯৮০ সালে দেশে স্কুল-কলেজ-মাদ্রাসার সংখ্যা ছিল সাড়ে সাত হাজার। এখন সেই সংখ্যা বেড়ে দাড়িয়েছে তিরিশ হাজারেরও বেশি।

তখন শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিদর্শন ও নিরীক্ষা করার জন্য বছরে বরাদ্দ ছিল আড়াইশ’ কোটি টাকা। বর্তমানে তিরিশ হাজার শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বরাদ্দ সাড়ে সাত হাজার কোটি টাকা।

অনেকেই মনে করেন, অনলাইনভিত্তিক নিরীক্ষা পদ্ধতি চালু করা হলে অনিয়ম, দুর্নীতি দ্রুততার সঙ্গে নিষ্পত্তি করা যাবে এবং বাড়বে স্বচ্ছতা ও জবাবদিহিতা।

শেয়ারবাজারনিউজ/রু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.