আজ: শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ইং, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২১ জুলাই ২০১৮, শনিবার |

kidarkar

সেমিফাইনালে বাংলাদেশ

শেয়ারবাজার ডেস্ক: বাংলাদেশের শুরুটা হয়েছিল বিষাদময়! তা হলো- প্রথম ম্যাচে উরুগুয়ের বিপক্ষে ৩-০ গোলের হার দিয়ে। তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। এদিন ফ্রান্সকে ২-১ গোলে হারায় বাংলাদেশ ইউনিফাইড ফুটবল দল। এরপর গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের সামনে দাঁড়াতেই পারেনি যুক্তরাষ্ট্র।

শুক্রবার (২০ জুলাই) স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ৩-০ গোলে হারিয়ে স্পেশাল অলিম্পিক ইউনিফাইড ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের শিকাগোতে মঙ্গলবার থেকে শুরু হয়েছে এই ‘স্পেশাল অলিম্পিক ইউনিফাইড ফুটবল’।

প্রতিবন্ধী ও শারীরিকভাবে সুস্থ ফুটবলারদের সমন্বিত দল হলো- ‘ইউনিফাইড ফুটবল দল’। এই দলে মোট ১৫ জন ফুটবলারের মধ্যে ৮ জন শারীরিক প্রতিবন্ধীর সঙ্গে ৭ জন সুস্থ ফুটবলার থাকেন। তবে মূল একাদশে ৬ জন প্রতিবন্ধীর সঙ্গে ৫ জন সুস্থ ও সক্ষম খেলোয়াড় খেলতে পারে।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথমার্ধেই সোহানুর রহমান সোহানের গোলে এগিয়ে যায় টিম বাংলাদেশ। বিরতি থেকে ফিরে স্বাগতিকদের বিপক্ষে আতিফ ও আহসানুর রহমত আরও দুটি গোল করেন।

এক কথায়, এদিন বাংলাদেশের সামনে কোনো ভাবেই প্রতিরোধ গড়তে পারেননি স্বাগতিক যুক্তরাষ্ট্রের খেলোয়াড়রা।

শেয়ারবাজারনিউজ/মু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.