আজ: শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ইং, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৩ জুলাই ২০১৮, সোমবার |

kidarkar

মাহমুদুরের উপর হামলা নিয়ে যা বললেন ওবায়দুল কাদের

শেয়ারবাজার ডেস্ক: ভিন্নমত থাকলেই যে কারো ওপর শারীরিক নির্যাতন করতে হবে এ রাজনীতি আওয়ামী লীগ করে না বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেছেন, কুষ্টিয়ায় মাহমুদুর রহমানের উপর হামলা একটি বিচ্ছিন্ন ঘটনা। এখানে যারাই জড়িত থাকুক না কেন, তাদের খুঁজে বের করে ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (২৩ জুলাই) দুপুরে রাজধানীর ঢাকা ক্লাবে স্যামসাং এইচ চৌধুরী মিলনায়তনে একটি চলচ্চিত্রের মহরত অনুষ্ঠানে প্রধান অতিধির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘ভিন্ন ভিন্ন মত থাকতেই পারে। বিভিন্ন সংবাদপত্র আছে-টেলিভিশন টকশো আছে, যে যেমন চাইছে বলছেন। এজন্য কারও ওপর হামলা করতে হবে! এমন রাজনীতি আওয়ামী লীগ অতীতেও করেনি আগামীতেও করবে না।’

‘কুষ্টিয়ার ঘটনায় যারাই জড়িত তাদের খুঁজে বের করার জন্য পুলিশের আইজিপির সঙ্গে কথা বলেছি, ব্যবস্থা নিতে বলেছি।’

এর আগে রবিবার মানহানি মামলায় জামিন নিতে গিয়ে কুষ্টিয়া জেলা আদালত প্রাঙ্গণে হামলার শিকার হন দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। অভিযোগ ওঠে ছাত্রলীগের বিরুদ্ধে।

ওবায়দুল কাদের বলেন, ‘কেন্দ্রীয় সিদ্ধান্তে এমন ঘটনা ঘটেনি। এটা বিচ্ছিন্ন ঘটনা। আগামীতে যেন এ ধরণের ঘটনা না ঘটে তার জন্য আমরা যেমন সতর্ক থাকবো পুলিশকেও বলবো সতর্ক থাকতে।’

‘আমি এ প্রসঙ্গে একটা কথা বলতে চাই, রাজশাহীতে ককটেল হামলা বিএনপি তাদের দুই নেতার ফোনালাপ ফাঁসের পর এড়াতে পারেনি। এরপর সিলেটে কামরানের নির্বাচনী অফিসে হামলা ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনা। আমি বলবো তারা অশুভ তৎপরতা লিপ্ত। এগুলোর দায় বিএনপি কিভাবে স্বীকার করে সেটা দেখার বিষয়। আমরা তো কুষ্টিয়ার ঘটনায় দোষীদের খুঁজে বের করার নির্দেশ দিয়েছি। আর বিএনপি সাফাই গেয়েছে।’

বিএনপি অপরাধ করলে কখনও স্বীকার করে না বলেও মন্তব্য করেন কাদের। তিনি প্রশ্ন রাখেন, ‘সিলেটে নৌকার প্রতিপক্ষ ধানের শীষ, তাহলে বিএনপি না দিলে কে আগুন দিলো?

এ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বলেন তা শোনার অপেক্ষায় থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে সাংবাদিকদের জানান।

উঠে আসে গতকাল সচিবালয়ে ওবায়দুল কাদেরের সংবাদ সম্মেলনের পর আবারও কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে জড়িতদের ওপর হামলা প্রসঙ্গ। তিনি বলেন, ‘কোনো মানববন্ধন কিংবা মিছিলে কি হামলা হয়েছে? হয়নি। রাজশাহী-চট্টগ্রামে কি কোনো হামলার ঘটনা ঘটেছে? ঘটেনি। ঢাকায়ও এমন কিছু হয়নি। যেটা হয়েছে রাস্তায়। তারপরও বলবো ওই বিচ্ছিন্ন ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের খুঁজে বের করা হবে। কাজ শুরু হয়েছে, কারা সরকারকে বিপাকে ফেলতে চায়।’

শেয়ারবাজারনিউজ/মু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.