শেয়ারবাজার রিপোর্ট: ২০১৮ বছরের অর্ধবার্ষিকে (জানুয়ারি-জুন’১৮) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন ব্যাংক।
আজ অনুষ্ঠিত কোম্পানিটির পর্ষদ সভায় অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, অর্ধবার্ষিকে ব্যাংকটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১.৮৩ টাকা ও এককভাবে ২.১৩ টাকা। এর আগের বছর একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ২.৩১ টাকা ও এককভাবে ২.০৭ টাকা।
এদিকে এপ্রিল থেকে জুন পর্যন্ত তিন মাসে সমন্বিত ইপিএস হয়েছে ১.১৪ টাকা ও এককভাবে ১.১০ টাকা। এর আগের বছর একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ১.০৪ টাকা ও এককভাবে ১.১৭ টাকা।
এছাড়া ৬ মাসে শেয়ার প্রতি সমন্বিত নগদ কার্যকর অর্থ প্রবাহ (এনওসিএফপিএস) ১০.৪৭ টাকা। আর শেয়ার প্রতি সমন্বিত প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২৯.২৫ টাকা।
শেয়ারবাজারনিউজ/আ