আজ: শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ইং, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৯ জুলাই ২০১৮, রবিবার |

kidarkar

চলে গেলেন সেই লিয়াকত আলী

শেয়ারবাজার ডেস্ক: মেহেরপুরের মুজিবনগর বাংলাদেশের প্রথম সরকারের গার্ড অব অনার প্রদানকারী আনছার সদস্য লিয়াকত আলী (৭৫) আর নেই (ইন্না লিল্লাহি…রাজিউন)।

শনিবার (২৮ জুলাই) রাতে ভবেরপাড়া গ্রামে নিজ বাড়িতে তিনি শেষ নিঃস্বাস ত্যাগ করেন।

জানা গেছে, প্রায় ছয় মাস বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন লিয়াকত আলী। তার মৃত্যুতে মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

উল্লেখ্য, ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুরের মুজিবনগর তৎকালীন বৈদ্যনাথতলা আম্রকাননে বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে। প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদসহ মন্ত্রী পরিষদ সদস্যদেরকে শপথের পর গার্ড অব অনার প্রদান করা হয়।

১২ জন আনছার সদস্য সরকার প্রধানদের গার্ড অব অনার প্রদান করেন। এই সরকারের নেতৃত্বে দেশ স্বাধীন হলে ইতিহাসের পাতায় ঠাঁই হয় ১২ আনছার সদস্যদের নাম। এদের মধ্যে ৮ জন আগেই মারা গেছেন। জীবিত রয়েছেন হামিদুল ইসলাম, সিরাজুল ইসলাম ও আজিম উদ্দীন।

১৯৯৫ সালে তারা পেয়েছিলেন স্বাধীনতা পদক এবং পরবর্তীতে পেয়েছেন আনছার সেবা পদক। তার আত্মার মাগফেরাত কামনায় সবার কাছে দোয়া কামনা করেছেন পরিবারের সদস্যরা।

শেয়ারবাজারনিউজ/মু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.