আজ: শনিবার, ২০ এপ্রিল ২০২৪ইং, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১১ মে ২০১৫, সোমবার |

kidarkar

উচ্ছেদের পরই ফের দখল

shahjahan-khanশেয়ারবাজার রিপোর্ট: খালের দুই ধারে অবৈধ স্থাপনা উচ্ছেদের পরপরই ফের দখল হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন নদীর নাব্যতা রক্ষায় গঠিত টাস্কফোর্সের সভাপতি ও নৌ-পরিবহণ মন্ত্রী শাজাহান খান।

সোমবার রাজধানীর মোহাম্মদপুর এলাকার রামচন্দ্রপুর ও কল্যাণপুর প্রধান খাল পরিদর্শনেকালে এ কথা জানান তিনি।

শাজাহান খান বলেন, রাজধানীতে ৪৬টি খাল ছিল। এগুলোর বেশির ভাগই এখন অবৈধ দখলে। কোন খালের ওপর দোকান বা বড় স্থাপনা নির্মাণ করা হয়েছে। এসব খাল দখলমুক্ত করতে গিয়েও নানাবিধ সমস্যার মুখে পরতে হচ্ছে। তাছাড়া প্রতিবারই অবৈধ দখলদার উচ্ছেদ করা হয় কিন্তু আবারও তা দখল হয়ে যায়।

নৌমন্ত্রী বলেন, দখল ঠেকাতে এখন থেকে উচ্ছেদ অভিযানের পরপরই খালের পাড় বেঁধে দিয়ে ওয়াকওয়ে নির্মাণ করে দেওয়া হচ্ছে।  খাল পাড় বাঁধ তৈরির পর থেকে কেউ তা দখল করতে পারে না। এর দৃশ্যমান প্রমাণ হচ্ছে কল্যাণপুর খাল এবং রামচন্দ্রপুর খাল।

এসময় রাজধানীর জলাশয়গুলোর পানি প্রবাহ সচল রাখতে সরকার বদ্ধপরিকর বলেও উল্লেখ করেন তিনি।

খাল পরিদর্শনে অন্যদের মধ্যে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ (দিলু), স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ারবাজারনিউজ/অ

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.