শেয়ারবাজার ডেস্ক: একাদশ নির্বাচনের আগে সংলাপ নিয়ে বিএনপির দাবি প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এই নির্বাচন (একাদশ) নয়, পরবর্তী নির্বাচনের আগে সংলাপ হতে পারে। নির্বাচনকালীন সরকার রুটিন মাফিক দায়িত্ব পালন করবে, সরকারের মন্ত্রিপরিষদ, পুলিশ প্রশাসন সব কিছুই থাকবে নির্বাচন কমিশনের (ইসি) অধীনে।
রবিবার (১৯ আগষ্ট) ঘরমুখো মানুষের ঈদ যাত্রা নির্বিঘ্নে করতে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ সব কথা বলেন তিনি।
পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আগামী নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। নির্বাচনকালীন সরকারের হাতে কোনো ক্ষমতা থাকবে না।
‘বিএনপি সংবিধান মানে না, আইন মানে না, আদালত মানে না, বিচার মানে না, কিছুই না। বিএনপি জানে আগামী নির্বাচনে তারা হেরে যাবে। তাই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর অজুহাত খুঁজছে।’
‘আগামী নির্বাচনে হেরে যাওয়ার আশঙ্কায় নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য অযুহাত দিচ্ছে বিএনপি’ উল্লেখ করে তিনি বলেন, ‘এ নির্বাচনকে কেন্দ্র করে ২০১৪ সালের মত ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করতে চায় বিএনপি। এজন্য দেশে বিদেশে গোপন বৈঠক করে আবারও ষড়যন্ত্র করার কাজে লিপ্ত হচ্ছে বিএনপি।’
‘বিগত বছরের তুলনায় এবার ঈদযাত্রা স্বস্তির হবে’ উল্লেখ করে তিনি বলেন, ‘ঢাকার চারপাশে যানজট প্রবণ পয়েন্টে ঈদের তিন দিন আগে থেকে যানজট নিয়ন্ত্রণে র্যাব মোতায়েন থাকবে।’
তিনি বলেন, মহাসড়কে কোন খানাখন্দ নেই। তবে কিছু জেলা সড়কে রয়েছে। এবার পশুবাহী যান চলাচলে যানবাহনে কিছুটা ধীরগতি হলেও আগামী বছর থেকে যানজট থাকবে না বলেও জানান তিনি।
যাত্রীবাহী বাস পারাপার না করে পশুবাহী যানবাহন চলাচল করতে সূযোগ করে দেয়া হচ্ছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এমন অভিযোগ আমি শুনেছি, এ বিষয়ে নৌমন্ত্রীর সঙ্গে কথা বলবো।’
শেয়ারবাজারনিউজ/মু