আজ: শনিবার, ২০ এপ্রিল ২০২৪ইং, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৬ অগাস্ট ২০১৮, রবিবার |

kidarkar

বাংলাদেশে আসছে বিশ্বকাপের ট্রফি

শেয়ারবাজার ডেস্ক: ২০১৯ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ১২তম আসরটি শুরু হবে আগামী বছরের ৩০ মে। ১৪ জুলাই লর্ডসে টুর্নামেন্টের ফাইনাল। এবার দশ দল খেলবে বিশ্বকাপ।

বিশ্বকাপকে সামনে রেখে দল গোছাতে শুরু করেছে দেশগুলো। সোমবার (২৭ আগস্ট) দুবাইয়ে আইসিসির প্রধান কার্যালয় থেকে বিশ্বভ্রমণে বের হবে বিশ্বকাপ ট্রফি। প্রথমে ওমানের রাজধানী মাসকট। এর পর দীর্ঘ নয় মাস বিশ্বজুড়ে ঘুরবে ট্রফিটি।

সংযুক্ত আরব আমিরাত থেকে শুরু করে বিশ্বকাপের ট্রফিটি ওমান, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভারত, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, কেনিয়া, রুয়ান্ডা, নাইজেরিয়া, ফ্রান্স, বেলজিয়াম, নেদারল্যান্ডস এবং জার্মানির বিভিন্ন শহরে ঘুরে বেড়াবে।

সবশেষে মোট ১০০ দিনের সফল সমাপ্ত করে ২০১৯ সালের ১৯ ফেব্রুয়ারি এটা পৌঁছাবে আয়োজক দেশ ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে।

বাংলাদেশে ঢাকা, খুলনা, সিলেট এবং চট্টগ্রামে ট্রফিটি ঘুরবে। বাংলাদেশে সাত দিন অবস্থানের মধ্যে ঢাকায় থাকবে ১৭ থেকে ১৯ অক্টোবর তিনদিন, খুলনায় ২০ অক্টোবর, সিলেটে ২১ এবং চট্টগ্রামে দুইদিন-২২ ও ২৩ অক্টোবর।

শেয়ারবাজারনিউজ/মু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.