আজ: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ইং, ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০১ সেপ্টেম্বর ২০১৮, শনিবার |

kidarkar

এক সড়ক দুর্ঘটনায় ৩ মন্ত্রী বরখাস্ত

শেয়ারবাজার ডেস্ক: সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত হওয়ার ঘটনায় বুলগেরিয়ার তিন মন্ত্রীকে বরখাস্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী বয়কো বরিসব। গত শনিবার (২৫ আগস্ট) দেশটির রাজধানী সোফিয়া থেকে ৪০ কিলোমিটার উত্তরে এ বাস দুর্ঘটনায় ঘটে। আর এরপরেই দেশটির পরিবহনমন্ত্রী, স্বরাষ্ট্র এবং আঞ্চলিক উন্নয়ন বিষয়ক এই তিন মন্ত্রীকে বরখাস্তের সিদ্ধান্ত নেয় দেশটির প্রধানমন্ত্রী।

রয়টার্সের প্রতিবেদনে জানানো হয় পরিবহনমন্ত্রী ইবাইলো মসকোভস্কি দুর্ঘটনার নৈতিক দায়িত্ব গ্রহণ করেছেন। শুক্রবার অনুষ্ঠিত হওয়া সংবাদ সম্মেলনে তিনি বলেন, এ ঘটনার সমস্ত রাজনৈতিক দায়িত্ব নিয়ে আমরা পদত্যাগ করছি। আঞ্চলিক উন্নয়নমন্ত্রী নিকোলাই ম্যনকভ এবং স্বরাষ্ট্রমন্ত্রী ভ্যালেন্টিন রাদেভও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

৭০ লাখ জনসংখ্যার দেশ বুলগেরিয়ায় গত বছর সড়ক দুর্ঘটনার ৬৪৮ জনের মৃত্যু হয়েছে। ইউরোপ ও বলকান অঞ্চলে সবচেয়ে বেশি দুর্ঘটনা প্রবণ দেশ বুলগেরিয়া।

গত শনিবারের বাস দুর্ঘটনার পর বিরোধী সমাজতান্ত্রিক দল সরকারের পদত্যাগ দাবি করে। বিরোধী দলের অভিযোগ, গত শনিবারের দুর্ঘটনা পরিবহনখাতে সরকারের দুর্নীতিরই ফল।

ওই দুর্ঘটনার তদন্ত চলছে। ঘাতক বাসচালকের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।

শেয়ারবাজারনিউজ/মু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.