আজ: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ইং, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৩ মে ২০১৫, বুধবার |

kidarkar

উত্তর কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রীর মৃত্যুদন্ড কার্যকর

stream_imgশেয়ারবাজার ডেস্ক: উত্তর কোরিয়ার জান্তা সরকারের দায়িত্বে থাকা প্রতিরক্ষামন্ত্রী হায়ুন ইয়ং-চোলের মৃত্যুদন্ড কার্যকর করা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে দেশটির নেতা কিম জং-উন উপস্থিত থাকা এক অনুষ্ঠানে ঘুমিয়ে পড়ার সাজা হিসেবে গোলার আঘাতে বিদ্ধ করে তার মৃত্যুদন্ড কার্যকর করা হয়।

বিশ্লেষকরা বলছেন, সম্প্রতি রাজনৈতিক বিভিন্ন কারনে কিম জং-উনের বিরাগভাজন হবার কারণেই তাকে শাস্তি দেয়া হয়েছে। প্রতিবেশী দেশ দক্ষিন কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রনালয়ের বরাতে এ তথ্য সম্প্রতি জানা যায়। যদিও এ মৃত্যুদন্ড সপ্তাহ দুয়েক আগে কার্যকর করা হয়। যদিও উত্তর কোরিয়ার পক্ষ থেকে এ সংক্রান্ত কিছু জানানো হয়নি।

হায়ুন ইয়ং-চোল ২০১২ সাল থেকে দেশটির প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন।

 

শেয়ারবাজারনিউজ/ও/সা/অ

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.