আজ: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ইং, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৭ অক্টোবর ২০১৮, রবিবার |

kidarkar

এনসিসি ব্যাংক অনুমোদিত মূলধন বাড়াবে এক হাজার কোটি টাকা

শেয়ারবাজার রিপোর্ট: অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক কোম্পানি এনসিসি ব্যাংকের পরিচালনা পর্ষদ। সিদ্ধান্ত অনুযায়ী এক কোটি টাকা মূলধন বাড়াবে প্রতিষ্ঠানটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটি অনুমোদিত মূলধন ১ হাজার কোটি টাকা থেকে ২ হাজার কোটি টাকা করা হবে। একই সাথে কোম্পানিটি সংঘ স্বারকের কিছু অনুচ্ছেদ সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে। এসব সিদ্ধান্ত কার্যকর করতে হলে বাংলাদেশ ব্যাংকের অনুমতি প্রয়োজন হবে।

এ বিষয়ে বিনিয়োগকারীদের সম্মতি নিতে আগামী ২৫ নভেম্বর বিশেষ সাধারণ সভার (ইজিএম) আহ্বান করা হয়েছে। আর এ ইজিএম ওইদিন সকাল ১১ টায়, পুলিশ কনভেনশন সেন্টার, ইস্কাটন গার্ডেন, রমনা, ঢাকাতে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ অক্টোবর।

এদিকে, শেয়ারহোল্ডার ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন ক্রমে এ মূলধন বাড়ানোর প্রক্রিয়া সম্পন্ন হবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।

শেয়ারবাজারনিউজ/মু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.