আজ: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ইং, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৫ অক্টোবর ২০১৮, বৃহস্পতিবার |

kidarkar

কালাকানুন পাসের হিড়িক চলছে: রিজভী

শেয়ারবাজার ডেস্ক: বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, জাতীয় সংসদে কালাকানুন পাসের হিড়িক চলছে। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের পর জাতীয় সংসদে এখন পর্যন্ত ২৩টি অধিবেশন বসেছে। এর মধ্যে প্রায় ২০০ আইন পাস হয়েছে।

আজ বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী।

বিএনপির এই নেতার ভাষ্য, দেশে নিরঙ্কুশ একনায়কতন্ত্র প্রতিষ্ঠার জন্যই গণবিরোধী আইনগুলো পাস করা হয়েছে। গত অধিবেশনে গণমাধ্যম নিয়ন্ত্রণ ও মানুষের কণ্ঠরোধ করতে ডিজিটাল নিরাপত্তা আইনসহ সর্বোচ্চসংখ্যক ১৮টি আইন পাস হয়। চলতি অধিবেশনেও চলছে নতুন নতুন আইন পাসের তোড়জোড়।

দশম জাতীয় সংসদের ২৩ তম অধিবেশন বসেছে গত রোববার। এটি ২৫ অক্টোবর পর্যন্ত চলবে। এটিই হতে যাচ্ছে চলতি সংসদের শেষ অধিবেশন।

বিএনপি নেতা রিজভীর অভিযোগ, রাজনীতিসহ গোটা দেশকে কবজায় নিতে এত কালো আইন পাস করা হচ্ছে। নির্বাচন কমিশনকে দিয়ে আরপিও সংশোধনের প্রস্তাব তুলে তা চলতি সংসদে পাসের তোড়জোড় চলছে।

রিজভী বলেন, যতই কালাকানুন করা হোক না কেন, তথ্যপ্রযুক্তির উৎকর্ষের যুগে অনিয়ম, দুর্নীতি, অপকর্ম ঢেকে রাখা যাবে না।

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানান রিজভী।

শেয়ারবাজারনিউজ/মু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.