আজ: বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ইং, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৭ অক্টোবর ২০১৮, শনিবার |

kidarkar

বাংলাদেশের যত ওয়ানডে সিরিজ জয়

শেয়ারবাজার ডেস্ক: আরও একটি সিরিজ জয় বাংলাদেশের। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয়ের ঘটনাটির মধ্যদিয়ে ওয়ানডেতে এ নিয়ে ১০ বার প্রতিপক্ষকে হোয়াইটওয়াশের কৃতিত্ব গড়েছে টিম বাংলাদেশ। এছাড়া একদিনের আন্তর্জাতিক ক্রিকেট তথা ওয়ানডেতে বাংলাদেশের ২৩তম দ্বিপাক্ষিক সিরিজ জয়ের ঘটনা এটি।

বাংলাদেশ ক্রিকেট দলের এই ২৩টি সিরিজ জয়ের মধ্যে দেশের বাইরে ৫টি এবং দেশের মাটিতে ১৮টি ওয়ানডে সিরিজ জিতেছে টাইগাররা।

২০০৫ সালে শুরুটা হয়। ঘরের মাঠে জিম্বাবুয়েকে ৩-২ ব্যবধানে হারিয়ে সিরিজ জেতার পর থেকে শুধুমাত্র অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড ছাড়া বাকি সব টেস্ট খেলা দেশের বিপক্ষেই সিরিজ জেতার কীর্তি অর্জন করেছে বাংলাদেশ।

দ্বিপাক্ষিক লড়াইয়ে সবচেয়ে বেশি বার অর্থ্যাৎ মোট ১০টি সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে মাশরাফি, সাকিব, তামিম, মুশফিকুর রহিমরা।

এছাড়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩টি, নিউজিল্যান্ড ও কেনিয়ার বিপক্ষে ২টি করে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। আর এ তালিকায় ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, আয়ারল্যান্ড, আফগানিস্তান ও স্কটল্যান্ডের বিপক্ষে একটি করে ওয়ানডে সিরিজ জিতেছে টাইগাররা।

সিরিজের সবকয়টি ম্যাচ জিতে প্রতিপক্ষ দলকে হোয়াইটওয়াশের কীর্তি রয়েছে পাকিস্তান, নিউজিল্যান্ড, উইন্ডিজ, জিম্বাবুয়ে, কেনিয়া, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের বিপক্ষে। এর মধ্যে সর্বোচ্চ ৩ বার জিম্বাবুয়েকে ধবলধোলাই করেছে বাংলাদেশ।

এক নজরে বাংলাদেশের মোট ২৩ ওয়ানডে সিরিজ জয়-

প্রতিপক্ষ – সাল – ফলাফল – আয়োজক

জিম্বাবুয়ে ২০০৫-০৫ ৩-২ বাংলাদেশ

কেনিয়া ২০০৫-০৬ ৪-০ বাংলাদেশ

কেনিয়া ২০০৬ ৩-০ কেনিয়া

জিম্বাবুয়ে ২০০৬-০৭ ৫-০ বাংলাদেশ

স্কটল্যান্ড ২০০৬-০৭ ২-০ বাংলাদেশে

জিম্বাবুয়ে ২০০৬-০৭ ৩-১ জিম্বাবুয়ে

আয়ারল্যান্ড ২০০৭-০৮ ৩-০ বাংলাদেশ

জিম্বাবুয়ে ২০০৮-০৯ ২-১ বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজ ২০০৯ ৩-০ উইন্ডিজ

জিম্বাবুয়ে ২০০৯ ৪-১ জিম্বাবুয়ে

জিম্বাবুয়ে ২০০৯-১০ ৪-১ বাংলাদেশ

নিউ জিল্যান্ড ২০১১-১১ ৪-০ বাংলাদেশ

জিম্বাবুয়ে ২০১১-১১ ৩-১ বাংলাদেশ

উইন্ডিজ ২০১২-১৩ ৩-২ বাংলাদেশ

নিউ জিল্যান্ড ২০১৩-১৪ ৩-০ বাংলাদেশ

জিম্বাবুয়ে ২০১৪ ৩-০ বাংলাদেশ

পাকিস্তান ২০১৫ ৩-০ বাংলাদেশ

ভারত ২০১৫ ২-১ বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকা ২০১৫ ২-১ বাংলাদেশ

জিম্বাবুয়ে ২০১৫ ৩-০ বাংলাদেশ

আফগানিস্তান ২০১৬ ২-১ বাংলাদেশ

উইন্ডিজ ২০১৮ ২-১ উইন্ডিজ

জিম্বাবুয়ে ২০১৮ ৩-০ বাংলাদেশ

শেয়ারবাজারনিউজ/মু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.