আজ: শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ইং, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৮ নভেম্বর ২০১৮, বৃহস্পতিবার |

kidarkar

বিপিএল ভক্তদের যে বার্তা দিলেন আফ্রিদি

শেয়ারবাজার ডেস্ক: আর কিছু দিন পরেই শুরু হবে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের অন্যতম জনপ্রিয় আসর বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)। সবকিছু ঠিক থাকলে আগামী ৫ জানুয়ারি মাঠে গড়াবে বিপিএলের ষষ্ঠ আসর।

এবারের বিপিএলে পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদিকে দলে টেনে নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবালের সঙ্গী হয়ে খেলবেন তিনি।

বিপিএলের দ্বিতীয় মৌসুম বাদে বাকি সবকটি আসরেই খেলেছেন আফ্রিদি। এবারে কুমিল্লার অংশ হতে পেরে আনন্দিত এবং উচ্ছ্বসিত সাবেক এই পাকিস্তানি অধিনায়ক।

বৃহস্পতিবার (৮ নভেম্বর) কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে এক ভিডিও বার্তায় দিয়েছেন তিনি। এ ভিডিও বার্তায় ভক্তদের মাঠে এসে খেলা উপভোগ করতে আহ্বান জানান আফ্রিদি।

আফ্রিদি বলেন, ‘আমি শহীদ আফ্রিদি খুবই আনন্দিত এবং উচ্ছ্বসিত বিপিএলের ষষ্ঠ আসরে কুমিল্লা ভিক্টরিয়ান্সের অংশ হতে পেরে। যা আগামী বছর জানুয়ারির ৫ তারিখ থেকে শুরু হচ্ছে। প্লিজ, মাঠে আসুন এবং আমাদের খেলা উপভোগ করুন। আমাদের দল এবার অনেক শক্তিশালী।’

তিনি আরও বলেন, ‘উইন অর উইন, দেখা হবে সবার সাথে।’

এবারের আসরে বিদেশি ক্রিকেটারদের মধ্যে ‘এ প্লাস’ ক্যাটাগরিতে ছিলেন আফ্রিদি। তার ভিত্তিমূল্য ছিল ২ লাখ ডলার (প্রায় ১ কোটি ৬০ লাখ টাকা)। আর সেই মূল্যেই আফ্রিদিকে দলে নিয়েছে কুমিল্লা।

যদিও গত বছর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছে তিনি। তবে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটসহ বিশ্বের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে যাচ্ছেন তিনি। পিএসএল, পিসিএল, এপিএল, সিপিএল, বিগ ব্যাশ, বিপিএল মাতিয়ে যাচ্ছেন ৩৮ বছর বয়সী পাকিস্তানি এই ক্রিকেটার।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স স্কোয়াডঃ

দেশি ক্রিকেটার: তামিম ইকবাল, ইমরুল কায়েস, সাইফউদ্দিন, আবু হায়দার রনি, এনামুল হক বিজয়, জিয়াউর রহমান, মেহেদী হাসান মিরাজ, জিয়াউর রহমান, মোশাররফ হোসেন রুবেল, মোহাম্মদ শহীদ, শামসুর রহমান শুভ ও সনজিত সাহা।

বিদেশি ক্রিকেটার: শোয়েব মালিক, আসেলা গুনারত্নে, লিয়াম ডসন, শহীদ আফ্রিদি, থিসারা পেরেরা, এভিন লুইস, ওয়াকার সালমাখেইল ও আমের ইয়াসিন।

শেয়ারবাজারনিউজ/মু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.