আজ: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ইং, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৭ ফেব্রুয়ারী ২০১৯, বৃহস্পতিবার |

kidarkar

আ’লীগ কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের উপচে পড়া ভিড়

শেয়ারবাজার ডেস্ক: আসন্ন ১০ মার্চ প্রথম ধাপে শুরু হবে উপজেলা পরিষদ নির্বাচন। ভাইস-চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দেওয়ার আজ শেষ দিন হওয়ায় দক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের উপচে পড়া ভিড়ে পরিণত হয়েছে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে।

বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) সকাল থেকেই ধানমন্ডির এই কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের উপচে পড়া ভিড় দেখা গেছে।

উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিক্রি ও জমা দেয়ার আজ শেষ দিন হওয়ায় এ অবস্থা বলে একাধিক প্রার্থী জানিয়েছেন।

এদিকে এবার ৫ ধাপে সারাদেশের উপজেলা পরিষদ নির্বাচনের প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে ১০ মার্চ প্রথম ধাপে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও রজশাহী বিভাগের ৮৭ উপজেলায় নির্বাচনের তফসিল দিয়েছে ইসি।

তবে তফশিল অনুযায়ী, প্রথম ধাপে মনোনয়নপত্র জমার শেষ সময় ১১ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র বাছাই হবে ১২ ফেব্রুয়ারি, প্রত্যাহারের শেষ সময় ১৬ ফেব্রুয়ারি।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। সে অনুযায়ী প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন ফরম বিক্রি ও জমা দেয়ার আজ শেষ দিন বলে আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছে।

প্রসঙ্গত, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে শুধু চেয়ারম্যান পদে মনোনয়ন দেয়ার কথা বললেও সেই সিদ্ধান্ত থেকে পরে সরে আসে ক্ষমতাসীন আওয়ামী লীগ। পরিবর্তিত সিদ্ধান্ত অনুযায়ী দলটি উপজেলা চেয়ারম্যানের পাশাপাশি ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদেও মনোনয়ন দেবে।

উল্লেখ্য, মার্চ মাসেই পরবর্তী চারটি ধাপের ভোটগ্রহণ হবে। দ্বিতীয় ধাপে ১৮ মার্চ, তৃতীয় ধাপে ২৪ মার্চ, চতুর্থ ধাপে ৩১ মার্চ হবে ভোট। পঞ্চম ও শেষ ধাপের ভোট হবে ১৮ জুন।

শেয়ারবাজারনিউজ/মু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.