আজ: শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ইং, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৯ ফেব্রুয়ারী ২০১৯, শনিবার |

kidarkar

সংরক্ষিত আসনে ৪১ জনের মধ্যে ৩৯ জনই নতুন মুখ

শেয়ারবাজার ডেস্ক: একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৪১ প্রার্থীর নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ।

শুক্রবার (৮ ফেব্রুয়ারি) গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলটির সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথ সভা শেষে নাম ঘোষণা করা হয়।

রাত সোয়া ১০টার দিকে গণভবন থেকে সংরক্ষিত নারী সংসদ সদস্যদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সংরক্ষিত নারী আসনে দলটির ঘোষিত ৪১ জনের তালিকায় রয়েছে একঝাঁক নতুন মুখ। ৪১ জনের তালিকায় দুজন ছাড়া বিগত সংসদের সংরক্ষিত আসনের সব সংসদ সদস্যই বাদ পড়েছেন।

ঘোষিত তালিকায় দেখা যায়, বিগত সংসদের সংসদ সদস্যদের মধ্যে শুধু ফজিলাতুন নেসা ইন্দিরা ও ওয়াসিকা আয়েশা খান এবারও মনোনীত হয়েছেন। বাকি ৩৯ জনই নতুন মুখ। তালিকায় আওয়ামী লীগের পুরনো নেতাদের বেশ কয়েকজন নিকটাত্মীয় স্থান পেয়েছেন।

৪১ জনের তালিকায় আছেন যাঁরা:

১. আঞ্জুম সুলতানা (কুমিল্লা)
২. সুলতান নাদিরা (বরগুনা)
৩. মিসেস হোসনে আরা (জামালপুর)
৪. রুমানা আলী (গাজীপুর)
৫. উম্মে ফাতেমা নাজমা বেগম (ব্রাহ্মণবাড়িয়া)
৬. হাবিবা রহমান খান শেফালী (নেত্রকোনা)
৭. শেখ এ্যানি রহমান (পিরোজপুর)
৮. অপারাজিতা হক (টাঙ্গাইল)
৯. শামীমা আক্তার খানম (সুনামগঞ্জ)
১০.শাসুনাহার ভূইঁয়া (গাজীপুর)
১১. ফজিলাতুন নেসা (মুন্সিগঞ্জ)
১২.রাবেয়া আলীম (নীলফামারী)
১৩. তামান্না নুসরাত বুবলি ( নরসিংদী)
১৪. নার্গিস রহমান( গোপালগঞ্জ)
১৫. মনিরা সুলতানা (ময়মনসিংহ
১৬.নাহিদ ইজহার খান (ঢাকা)
১৭. মোছা খালেদা খানম (ঝিনাইদহ)
​১৮. সৈয়দা রুবিনা মিরা (বরিশাল)
১৯. ওয়াসিকা আয়েশা খান (চট্টগ্রাম)
২০.কাজী কানিজ সুলতানা (পটুয়াখালী)
২১. অ্যাডভোকেট গ্লোরিয়া ঝর্ণা সরকার (খুলনা)
২২. সুবর্ণা মুস্তাফা (ঢাকা)
২৩. জাকিয়া তাবাস্মুম (দিনাজপুর)
২৪. ফরিদা খানম (সাকী) নোয়াখালী
২৫. বাসন্তী চাকমা (খাগড়াছড়ি)
২৬. কানিজ ফাতেমা আহমেদ (কক্সবাজার)
২৭. রুশেমা বেগম (ফরিদপুর)
২৮. সৈয়দা রাশিদা বেগম (কুষ্টিয়া)
২৯. সৈয়দা জোহরা আলাউদ্দিন (মৌলভিবাজার)
৩০. আদিবা আনজুম মিতা (রাজশাহী)
৩১. আরমা দত্ত (কুমিল্লা)
৩২. শিরিনা নাহার (খুলনা)
৩৩. ফেরদৌসী ইসলাম জেসী (চাঁপাইনবাবগঞ্জ)
৩৪. পারভীন হক সিকদার (শরীয়তপুর)
৩৫. খাদেজা নুসরাত (রাজবাড়ী)
৩৬. শবনম জাহান শিলা (ঢাকা)
৩৭. খাদিজাতুল আনোয়ার (চট্টগ্রাম)
৩৮. জাকিয়া পারভীন খানম (নেত্রকোনা)
৩৯. মোসা. তাহমিনা বেগম(মাদারীপুর)
৪০. শিরীন আহমেদ (ঢাকা)
৪১. জিন্নাতুল বাকিয়া (ঢাকা)

জাতীয় সংসদের সংরক্ষিত নারী সংসদ সদস্যের জন্য ৪১ জনের নাম ঘোষণা করে আওয়ামী লীগ। বাকি দুই আসন রাখা হয়েছে শরিকদের জন্য।

এবার সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছিলেন ১৫১০ জন। গত ১৫ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত এই ফরম বিক্রি করে দলটি। বিদ্যমান আইন অনুযায়ী, সরাসরি ভোটে জয়ী দলগুলোর আসন সংখ্যার অনুপাতে মহিলা আসন বণ্টন করা হয়। প্রতি ৬টি আসনের বিপরীতে যে কোনো দল বা জোট ১টি সংরক্ষিত আসন পেয়ে থাকে। আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে এবার ৫০টি সংরক্ষিত আসন বণ্টন করা হবে। ইসি সচিব এ বিষয়ে জানিয়েছেন, আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে এবার আওয়ামী লীগ ৪৩টি। জাতীয় পার্টি ৪টি, বিএনপি ১টি, অন্যান্য দল ১টি (ওয়ার্কার্স পার্টি) ও স্বতন্ত্র প্রার্থীরা জোটভুক্ত হয়ে ১টি সংরক্ষিত আসন পাবেন।

শেয়ারবাজারনিউজ/মু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.