আজ: শনিবার, ২০ এপ্রিল ২০২৪ইং, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৪ ফেব্রুয়ারী ২০১৯, বৃহস্পতিবার |

kidarkar

আমার বন্ধু জাদু জানত: পেলে

শেয়ারবাজার ডেস্ক: দুজনের প্রথম পরিচয় কিংবা প্রথম চমক খেলার মাঠে। ১৯৭০ সালের বিশ্বকাপে যেভাবে গর্ডন ব্যাঙ্কস পেলের নিশ্চিত গোল বাঁচিয়েছিলেন, তা দেখে তিনিও আনন্দিত হয়েছিলেন। সেখান থেকেই দুজনের বন্ধুত্বের শুরু। সেই কিংবদন্তি ইংলিশ গোলকিপার ব্যাঙ্কস মঙ্গলবার চলে গেছেন না ফেরার দেশে। ফুটবলবিশ্বের মতো বন্ধুর মৃত্যুতে শোকাহত ব্রাজিলের ফুটবল ঈশ্বর পেলে। তিনি বলেছেন, ৭০ এর সেই ঘটনা তার জীবনের অমূল্য সম্পদ। ওই ম্যাচের পর দুজন কখনই বিচ্ছিন্ন হননি।

সোশ্যাল মিডিয়ায় ব্যাঙ্কসের প্রতি শ্রদ্ধা জানিয়ে পেলে বলেছেন, ‘আজ আমার হৃদয় ভারাক্রান্ত। বন্ধু তুমি শান্তিতে থাকো। আর একটা কথা আবারও বলব। আমার বন্ধু ছিল সেই গোলকিপার, যার হাতে জাদু ছিল। তার উপরেও আরও একটা ব্যাপার ছিল। তুমি ছিলে সুন্দর এক মানুষ।’

মেক্সিকো বিশ্বকাপের সেই গোল বাঁচানোর প্রসঙ্গ টেনে পেলে বলেছেন, ‘ফুটবলার হিসেবে কত অসাধারণ খেলতে, সেটা সম্ভবত তুমিও জানতে। অধিকাংশ মানুষের স্মৃতিতে ব্যাঙ্কস অমর হয়ে রয়েছে ১৯৭০ সালের সেই অবিশ্বাস্য গোল বাঁচানোর জন্য। সত্যি বলতে, তার পরে হাজার ম্যাচ দেখার পরেও আমার চোখে সেটাই ছিল অন্যতম সেরা সেভ।’

পেলে আরও বলেছেন, ‘আমি কিন্তু ওই ম্যাচে ঠিক জায়গাতেই হেড করেছিলাম। এবং গোল হয়ে গিয়েছে ধরে নিয়ে উৎসব করতে যাচ্ছিলাম। ঠিক সেই সময়েই আমার চোখের সামনে এসে উপস্থিত হল ব্যাঙ্কস নামে এক নীল বিদ্যুৎ। ও যে কোথা থেকে চলে এল, সেটা আমি বুঝতেও পারিনি। বিশ্বাসই হচ্ছিল না, আমার হেডটা ও বাঁচিয়ে দিল। এত দ্রুত গতিতে কেউ চলে আসতে পারে, তা ভাবতেই পারিনি।’

শেয়ারবাজারনিউজ/মু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.