আজ: শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ইং, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৯ মে ২০১৫, মঙ্গলবার |

kidarkar

৭ মাসের সর্বোচ্চ লেনদেন

price_up_sharebazarnewsশেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের উভয় শেয়ারবাজারে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় শেষ হয় লেনদেন। এদিন শুরু থেকে শেষ পর্যন্ত সূচকে উত্থান লক্ষ্য করা গেছে। মঙ্গলবার সূচকের পাশাপাশি বেড়েছে বেশীরভাগ কোম্পানির শেয়ার দর। আর টাকার অংকেও উভয় বাজারে বেড়েছে লেনদেন। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে প্রায় ৭ মাসের সর্বোচ্চ।

শেয়ারবাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা ফেরানোর জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে নানা উদ্যোগ নেয়া হয়েছে। পাশাপাশি  প্রথম প্রান্তিক আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে অনেক কোম্পানি। আর প্রতিবেদনে মুনাফা বেড়েছে বেশীরভাগ কোম্পানির। এর ফলে এসব কোম্পানির প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে। আর এ কারণেই আজকে বাজারে এমন পরিবর্তন হয়েছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

দিনশেষে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৫১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৪৫৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০৮৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬৮৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩১০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২১০টির, কমেছে ৬৮টির আর অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানির শেয়ার দর। যা টাকার অংকে লেনদেন হয়েছে ৮০৮ কোটি ৭৫ লাখ ১৫ হাজার টাকা। যা প্রায় গত ৭ মাসের সর্বোচ্চ লেনদেন। এর আগে গত বছরের ১২ নভেম্বর ডিএসইতে ৮৪৬ কোটি ৩২ লাখ ৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

এর আগে সোমবার ডিএসইর ব্রড ইনডেক্স ৯১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৪০৭ পয়েন্টে। ওইদিন লেনদেন হয় ৭৫৩ কোটি ৯৮ লাখ ৫৯ হাজার টাকা। সে হিসেবে আজ ডিএসইতে লেনদেন বেড়েছে ৫৪ কোটি ৭৬ লাখ ৫৬ হাজার টাকা বা ৭.২৬ শতাংশ।

এদিকে দিনশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্যসূচক ১০৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮৪০৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৪২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৯টির, কমেছে ৫৫টির ও অপরিবর্তিত রয়েছে ১৮টি কোম্পানির শেয়ার দর। যা টাকার অংকে ৬৯ কোটি ৩২ লাখ ২১ হাজার টাকা।

এর আগে সোমবার সিএসইর সাধারণ মূল্য সূচক ১০৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮৩০৪ পয়েন্টে। ওইদিন লেনদেন হয়েছিল ৬০ কোটি ৯২ লাখ ২৮ হাজার টাকা। সে হিসেব আজ সিএসইতে লেনদেন বেড়েছে ৮ কোটি ৩৯ লাখ ৯৩ হাজার টাকা বা ১৩.৬৮ শতাংশ।

 

শেয়ারবাজারনিউজ/অ

 

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.