আজ: শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ইং, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৩ মার্চ ২০১৯, শনিবার |

kidarkar

তালেবান নেতাদের হত্যার প্রস্তাব দিয়েছে সংযুক্ত আরব আমিরাত

শেয়ারবাজার ডেস্ক: আবুধাবির যুবরাজ মুহাম্মাদ বিন যায়েদ তালেবান নেতাদের হত্যা করার জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর কাছে প্রস্তাব দিয়েছেন। এজন্য তিনি গোপন কর্মসূচি চালুর কথা বলেছেন।

গত ১২ জানুয়ারি আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে পম্পেওর সঙ্গে বৈঠকের সময় শেখ যায়েদ এ প্রস্তাব দেন। তালেবানের সঙ্গে মার্কিন সরকারের বৈঠকের বিষয়ে আরব আমিরাত যখন বিরোধিতা করছে তখন তিনি এ প্রস্তাব দেন। লন্ডনভিত্তিক মিডলইস্ট আই গতকাল (বৃহস্পতিবার) এ খবর দিয়েছে।

একটি অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে অনলাইন পত্রিকাটি বলেছে, বৈঠকে শেখ যায়েদ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে সতর্ক করে বলেন, ‌আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা হলে ২০০১ সালের আগের অবস্থায় ফিরে যাবে আফগানিস্তান।

চলতি বছর শেষ হওয়ার আগেই আমেরিকা আফগানিস্তান থেকে আমেরিকা ১৪ হাজার সেনা প্রত্যাহার করতে চায়। তালেবানের সঙ্গে আলোচনা ওয়াশিংটনের সামনে সে পথ খুলে দেবে বলে আশা করছেন মার্কিন কর্মকর্তারা। কিন্তু শেখ যায়েদ বলেছেন, মার্কিন সেনা প্রত্যাহার করা হলে “পশ্চাৎপদ, দাড়িওয়ালা দুষ্টু লোকদের” হাতে পড়বে আফগানিস্তান। এর বদলে তিনি তালেবান নেতাদের হত্যা করার জন্য ভাড়াটে যোগাড় করার প্রস্তাব দেন। এতে তালেবান দুর্বল হয়ে পড়বে বলে তিনি মন্তব্য করেন। তালেবান নেতাদের হত্যা করা হলে চলমান সংলাপে মার্কিন সরকার ভালো অবস্থানে থাকবে বলেও শেখ যায়েদ উল্লেখ করেন।

শেয়ারবাজারেনিউজ/মু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.