আজ: শনিবার, ২০ এপ্রিল ২০২৪ইং, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০১ এপ্রিল ২০১৯, সোমবার |

kidarkar

বজ্রঝড়ে নিহত ২৫, আহত ৪০০

শেয়ারবাজার ডেস্ক: নেপালের দক্ষিণাঞ্চলে বজ্রঝড়ে কবলে পড়ে ২৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় কয়েকশ মানুষ। দেশটির ক্ষতিগ্রস্ত এলাকা ও গ্রামগুলোতে তাৎক্ষণিক উদ্ধার কাজের জন্য চেষ্টা চালাচ্ছে উদ্ধারকারী দল।

রবিবার (৩১ মার্চ) দিবাগত রাতে নেপালের অন্যতম প্রধান কৃষি অঞ্চল বারার বিভিন্ন গ্রামে এবং দক্ষিণাঞ্চলীয় পারসা শহরে বজ্রঝড় আঘাত হানলে ২৫ জরের প্রাণহানির ঘটনা ঘটে।

এক টুইটার বার্তায় বজ্রঝড়ে ২৫ জনের প্রাণহানি এবং ৪০০ জন আহত হওয়ার খবর পেয়েছেন বলে জানান
দেশটির প্রধানমন্ত্রী প্রসাদ অলি।

বজ্রঝড়ে হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রী প্রসাদ অলি বলেন, তাৎক্ষণিক উদ্ধার কাজের জন্য হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে।

নেপালের পুলিশ কর্মকর্তা সানু রাম ভাত্তারি জানিয়েছেন, বজ্রঝড়ে ঘরবাড়িগুলোর দেওয়াল ধসে পড়ে বহু মানুষ হতাহত হয়েছেন।

তিনি আরও বলেন, সোমবার (১ এপ্রিল) ক্ষতিগ্রস্ত গ্রামগুলোতে আশ-পাশের শহরগুলো থেকেও পুলিশ ও সৈন্য দল এসেছেন। তারা গ্রামগুলোতে পৌঁছানোর চেষ্টা করছে বলে জানান তিনি।

এদিকে বারা শহরের সরকারি কর্মকর্তা রাজেশ পওদেল শঙ্কা প্রকাশ করে বলেছেন, প্রাণহানি আরও বাড়তে পারে।

দেশটির স্থানীয় গণমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, তীব্র ঝড়ো বাতাসের কারণে ওই এলাকার অসংখ্য গাছপালা, গাড়ি ও বৈদ্যুতিক খুঁটি উল্টে পড়ে যায়।

শেয়ারবাজারনিউজ/মু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.