আজ: শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ইং, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৯ মে ২০১৫, মঙ্গলবার |

kidarkar

সন্তান নিলেই বোনাস!

sontanশেয়ারবাজার ডেস্ক: ফিনল্যান্ডের ছোট শহরগুলিতে ক্রমশ হ্রাস পাচ্ছে জনসংখ্যা। তাই এসব শহরগুলিতে জনসংখ্যা বাড়াতে অভিনব নেয়া হচ্ছে অভিনব কৌশল। কোন শহরে নতুন বাসিন্দাদের এক ইউরোর বিনিময়ে দেওয়া হচ্ছে বিরাট প্লট। আবার কোন শহরে দম্পতিদের নতুন সন্তান জন্ম দেওয়ার জন্য দেওয়া হচ্ছে বোনাস।

সংবাদসংস্থা বিবিসি জানাচ্ছে, ফিনল্যান্ডে সাম্প্রতিক বছরগুলিতে ছোট শহর ছেড়ে সবাই বড় শহরের দিকে ছুটছে। এই প্রবণতা দিনে দিনে বাড়ছে। অ্যাসোসিয়েশন অব ফিনিশ লোকাল এন্ড রিজিওনাল অথরটিজ জানাচ্ছে, দুই তৃতীয়াংশের বেশি ছোট পুরসভা বা শহর এক নামমাত্র মূল্যে প্লট দিয়ে মানুষকে আকৃষ্ট করার চেষ্টা করছে। আবার অনেক শহরে দম্পতিদের সন্তান নিতে উৎসাহ যোগাতে বোনাস ঘোষণা করা হয়েছে। যদিও এই বোনাসের পরিমাণ শহর-ভেদে ভিন্ন।

যেমন পশ্চিম ফিনল্যান্ডের একটি শহর, লেসটিজার্ভিতে এরকম ‘বেবি বোনাসের’ পরিমাণ প্রায় দশ হাজার ইউরো। কিন্তু বড় অংকের বোনাসের পরও শহরটির লোকসংখ্যা মাত্র ৮১৫ জন।

অ্যাসোসিয়েশন অব ফিনিশ লোকাল এন্ড রিজিওনাল অথরটিজ আরও বলছে, এসব কৌশলে কোন ফল হচ্ছে কিনা তা যদিও বলা মুশকিল। তবে একটা শহর উটাজারভি স্বীকার করছে, তাঁরা অনেক চেষ্টা করেও শহরের জনসংখ্যা বাড়াতে পারেনি।

গত দশ বছর ধরে তারা এক ইউরো বিনিময়ে প্লট অফার করে গেছে, কিন্তু খুব কম মানুষকেই এতে আগ্রহী করা গিয়েছে। এই মুহূর্তে উটাজারভির জনসংখ্যা এখনও তিন হাজারের নীচে।

শেয়ারবাজারনিউজ/অ

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.