আজ: শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ইং, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১১ এপ্রিল ২০১৯, বৃহস্পতিবার |

kidarkar

নুসরাতের মামলা প্রসঙ্গে যা বললেন আইনমন্ত্রী

শেয়ারবাজার ডেস্ক: এ ঘটনায় (ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাতকে পুড়িয়ে মারার ঘটনা) মামলা হয়েছে। মামলার তদন্ত শেষে একটি অভিযোগপত্র দিতে হবে। আমি আপনাদেরকে বলছি, এ রকম মামলা যখনই হবে এটাকে ফাস্ট ট্রাক করবে। আমি প্রসিকিউশনকে নির্দেশ দিব যাতে এটাকে ফাস্ট ট্রাক করা হয়। এ নিয়ে কোনো প্রশ্নেরই প্রয়োজন হবে না।

আজ বৃহস্পতিবার (১১ এপ্রিল) দুপুরে সচিবালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের একটি প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেয়া হবে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দ্রুত বিচারের যদি প্রয়োজন হয় তাহলে যাবে।

সড়ক পরিবহন আইন প্রসঙ্গে সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে একটি কমিটি আছে। যেখানে আমি এবং রেলপথ মন্ত্রীও আছি। এ আইনটা খতিয়ে দেখার জন্য আমরা (কমিটি) বৈঠক করেছি। এ বৈঠকে আমরা আইনটাকে পুঙ্খানুপুঙ্খভাবে দেখেছি এবং দেখার পরে যে সিদ্ধান্ত নিয়েছি সেটা হলো, আমরা এখন স্টেকহোল্ডারদের সঙ্গে কথা বলব।

স্টেকহোল্ডারদের সঙ্গে কথা বলে আমরা আজকে বৈঠকে যে সিদ্ধান্ত নিয়েছি সেটা প্রকাশ করা হবে বলে জানান তিনি।

তিনি বলেন, এ আইনের বিধি প্রণয়নের কাজ ইতোমধ্যে শুরু হয়ে গেছে। এর আগেও বিধি আছে। কিন্তু সেই বিধি এ আইনের সাথে সামঞ্জস্য নয়। এ আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিধি প্রণয়নের কাজ শুরু হয়ে গেছে।

শেয়ারবাজারনিউজ/মু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.