আজ: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ইং, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২০ মে ২০১৫, বুধবার |

kidarkar

বিদ্যুৎ প্রকল্পে পুঁজিবাজার থেকে তহবিল সংগ্রহকে ইতিবাচক ভাবছে ডিএসই

electricশেয়ারবাজার রিপোর্ট: বিদ্যুৎ বিভাগের অধীন কোম্পানিগুলোর প্রকল্প বাস্তবায়নে পুঁজিবাজার থেকে তহবিল সংগ্রহ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

ডিএসই’র মতে, বিদ্যুৎ বিভাগের এমন উদ্যোগ পুঁজিবাজারের জন্য ইতিবাচক হবে। তাছাড়া এমন উদ্যোগে বিদ্যুৎ খাতে ঋণ নির্ভরতা কমবে এবং পুঁজিবাজারের বিনিয়োগকারীরাও লাভবান হবে।

এই বিষয়ে ডিএসই থেকে কোন প্রস্তাবনা গ্রহণ করা হয়েছে কিনা জানতে চাইলে ডিএসই’র মূখপাত্র শেয়ারবাজারনিউজ ডটকমকে বলেন, বিদ্যুৎ বিভাগ থেকে এই বিষয়ে করণীয় ঠিক করতে আমাদেরকে আহবান জানানো হয়েছে। এর জন্য বৃহস্পতিবার জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে আলোচনা করে আমরা করণীয় সম্পর্কে সিদ্ধান্ত নেব।

তিনি আরো বলেন, এমন সিদ্ধান্তের কারণে বিদ্যুৎ বিভাগের অধীনস্ত কোম্পানিগুলোকে প্রকল্প বাস্তবায়নের জন্য পুঁজিবাজার থেকে তহবিল সংগ্রহ করতে হবে। বর্তমান নীতিমালায় শেয়ার ইস্যু করে এবং বন্ড ইস্যুর মাধ্যমে তহবিল সংগ্রহ করা যাবে। আর এসব কোম্পানির শেয়ার ইস্যু হওয়াটা বাজারের জন্য ইতিবাচক। এর ফলে দেশের উন্নয়নে পুঁজিবাজারের ভূমিকা বাড়ার পাশাপাশি পুঁজিবাজারেরও উন্নয়ন হবে।

এ উপলক্ষে আগামিকাল ২১ মে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় বিদ্যুৎ ভবনের বিদ্যুৎ বিভাগের সম্মেলন কক্ষে জরুরি সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

এই বিষয়ে বিদ্যুৎ বিভাগ থেকে বলা হয়, শুধু সরকারের কাছ থেকে ঋণ না নিয়ে অধীনস্ত কোম্পানিগুলোর প্রকল্প বাস্তবায়নে পুঁজিবাজার থেকে টাকা উত্তোলন ও বন্ড ইস্যু করার আলোচনা হচ্ছে। এ লক্ষ্যে সংশ্লিষ্টদের সঙ্গে বৃহস্পতিবার একটি  জরুরি সভা অনুষ্ঠিত হবে।

সভায় অংশগ্রহণ করতে অর্থ বিভাগের সিনিয়র সচিব, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশনের চেয়ারম্যান, স্রেডার চেয়ারম্যান, বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব, অতিরিক্ত সচিব (প্রশাসন, উন্নয়ন ও সমন্বয়), বিপিডিবি’র চেয়ারম্যান, পাওয়ারসেলের মহাপরিচালক, বিদ্যুৎ বিভাগের যুগ্ম-সচিব (নবায়নযোগ্য জ্বালানি), ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক, বিদ্যুৎ বিভাগের যুগ্ম-প্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে।

 

শেয়ারবাজারনিউজ/অ/মু/শা

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.