আজ: শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ইং, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২০ মে ২০১৫, বুধবার |

kidarkar

শ্বাসরূদ্ধকর ম্যাচে আবাহনীকে হারালো মোহামেডান

msc-akc.শেয়ারবাজার ডেস্ক: মাঠে আবাহনী-মোহামেডান মুখোমুখি মানেই বাড়তি উত্তেজনা। অন্য খেলার চেয়ে দর্শকও তুলনামূলকভাবে বেশী চোখে পড়ে। বুধবারও তার ব্যতয় ঘটেনি। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে যেখানে দর্শকই খুজে পাওয়া যায় না, সেখানে আজ হাজার দুয়েক দর্শক সারাক্ষণ উৎসাহ দিয়ে গেল তাদের প্রিয় দল আবাহনী-মোহামেডানকে। তবে শেষ মিনিটে আচমকা এক গোলে আবাহনীকে স্তব্দ করে দিল মোহামেডান। ঢাকা ডার্বি জিতে নিল ১-০ গোলের ব্যবধানে।

পুরো ম্যাচই ছিল আবাহনী-মোহামেডান ছিল সমানে সমান। আক্রমণ পাল্টা আক্রমন ঠেকাতে সারাক্ষণই ব্যাস্ত থকতে হয়েছে দু’দলের রক্ষণভাগকে। কিন্তু শেষ মুহূর্তে বাজিমাত করে দিলেন মোহাম্মদ ইব্রাহিম। খেলা যখন গোলশূন্য শেষ হওয়ার অপেক্ষায়, তখনই (৯০ মিনিটে) রক্ষণের ভূলকে কাজে লাগিয়ে আবাহীর জালে বল জড়িয়ে দিলেন তিনি। আনন্দে ভাসালেন দর্শকদের। চিরপ্রতিদ্বন্দী আবাহনীর বিপক্ষে দারুণ জয় এনে দিলেন সাদা-কালো শিবিরকে।

১৩ মিনিটে প্রথম গোলের সুযোগ পেয়েছিল মোহামেডান স্পোটিং ক্লাব। ইব্রাহিমের কর্ণার থেকে ঠিকমতো হেড নিতে পারেননি সবুজ। ফলে হতাশ হতে হয় সাদা-কালো শিবিরকে।

১৬ মিনিটে প্রথমবারের মতো আক্রমণে যায় ঢাকা আবাহনী। দুই দফায় গোলের সুযোগ নষ্ট তারা। প্রথমে মরিসন পরে ওয়াহেদ, কারো শটই লক্ষ্যভেদ হয়নি।

৪২ মিনিটে গোল পেতেই পারত মোহামেডান। তবে হয়নি ঢাকা আবাহনীর গোলরক্ষক জিয়াউর রহমানের দক্ষতায়। জুুয়েল রানার ক্রসে ইসমাইল বাঙ্গুরা নিয়েছিলেন দুর্দান্ত হেড। তবে বা দিকে ঝাপিয়ে পড়ে বিপদমুক্ত করেন আবাহনী গোলরক্ষক। গোলশুন্য সমতায় শেষ হয় প্রথমার্ধের খেলা।

দ্বিতীয়ার্ধের শুরুতে আক্রমণে যায় ঢাকা আবাহনী। ঘানাইয়ান ফরোয়ার্ড ওসেই মরিসনের শট বারে লেগে ফিরে আসলে হতাশ হতে হয় কোটান শিবিরকে।

এর মিনিট সাতেক পর আবারও মোহামেডানের সাড়াশি আক্রমণ। তবে শেষ পর্যন্ত ব্যর্থ তারা। সবুজের পাসে জুয়েল রানার শট ফিস্ট করেন আবাহনীর গোলরক্ষক। ফিরতি বলে শট নিয়েছিলেন ইব্রাহিম। কিন্তু তা ফিরিয়ে দেন হেনরি ফেলিক্স।

৬৭ মিনিটে একক প্রচেষ্টায় ঝলক দেখাতে চেয়েছিলেন জুয়েল রানা। মাঝ মাঠ থেকে একাই বল টেনে নিয়ে ঢুকে পড়েন আবাহনীর বক্সে। দুজনকে ডজ দিয়ে নিয়েছিলেন বা পায়ের দুর্দান্ত শটও। তবে তা চলে যায় বারপোস্টেও উপর দিয়ে।

খেলা শেষের দিকে। স্কোর লাইন ০-০। তাহলে কী মর্যাদাকর লড়াইয়ে গোলশূণ্যভাবেই নিষ্পত্তি করতে যাচ্ছে আবাহনী-মোহামেডান! এমন ধারণা যখন তুঙ্গে তখনই ইব্রাহিম চমক। বক্সের মধ্যে বাঁ পায়ের দুরুন্ত শটে আবাহনীর জাল কাপান তিনি। ভুলটা আসলে আবাহনীর হেনরি ফেলিক্সেরর। তার ভুল পাসের খেসারতেই শেষ পর্যন্ত হারতে হলো ঢাকা আবাহনীকে।

১০ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে মোহামেডান। সমান ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানেই রয়েছে ঢাকা আবাহনী।

শেয়ারবাজারনিউজ/অ

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.