আজ: শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ইং, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২১ মে ২০১৫, বৃহস্পতিবার |

kidarkar

মুসলিম হওয়ায় চাকরি পেলেন না জিসান

শেয়ারবাজার ডেস্ক:  মুসলিম হওয়ায় চাকরি পেলেন না তরুণ জিসান আলী খান (২৩)। শিক্ষাগত যোগ্যতাসহ অন্যান্য যোগ্যতা থাকার পরও মুসলিম হওয়ার কারণে শুধু চাকরির পরীক্ষার জন্য ডাকা হয়নি তাকে। ভারতের মুম্বাই শহরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর  জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি।

খবরে বলা হয়, মুম্বাইয়ের একটি মাল্টিন্যাশনাল হীরা রফতানিকারক প্রতিষ্ঠান মুসলিম হওয়ায় জিসান আলী খান (২৩) নামে সদ্য এমবিএ পরীক্ষা দেওয়া এক ছাত্রের চাকরির আবেদন প্রত্যাখ্যান করেছে। অথচ একই সঙ্গে আবেদন করা তার দুই সহপাঠী মুকুন্দ মানি ও ওমকার বানসোড়েকে পরদিন মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয়।

জিসান জানান, ১৯ মে বিকেল ৫টা ৪৫ মিনিটে হরে কৃষ্ণ এক্সপোর্টস প্রাইভেট লিমিটেডে মার্কেটিং এক্সিকিউটিভ পদে চাকরির জন্য ই-মেইলে জীবনবৃত্তান্ত পাঠান। ঠিক ১৫ মিনিট পর প্রতিষ্ঠানটির মানবসম্পদ বিভাগের পক্ষ থেকে ফিরতি মেইল পাঠানো হয়। মেইলটিতে লেখা ছিল, ‘আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমরা শুধু অমুসলিম প্রার্থীদের চাকরি দিয়ে থাকি।’

এ ঘটনার পরপরই ফিরতি মেইলের ওই কপি ফেসবুক ও টুইটারে শেয়ার করেন জিসান। দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। প্রতিষ্ঠানটির এ বর্ণবাদী আচরণ ব্যাপক সমালোচিত হয়।

ভুক্তভোগী তরুণ মুম্বাইয়ের একটি পুলিশ স্টেশনে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এ ছাড়া সংখ্যালঘু বিষয়ক জাতীয় কমিশনে অভিযোগ দায়ের করেছেন এক মানবাধিকারকর্মী।

মুম্বাইয়ের পুলিশ ইন্সপেক্টর সূর্যকান্ত জগদ্দল জানিয়েছেন, তদন্তের পর এ ঘটনার সঙ্গে কেউ জড়িত প্রমাণিত হলে তার তিন বছরের জেল হতে পারে।

এদিকে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের প্রতিষ্ঠানে চাকরির ক্ষেত্রে কোনো ধর্মীয় বৈষম্য নেই। এটা ভুলক্রমে হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত মানবসম্পদ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে বলেও জানানো হয়েছে।

 

শেয়ারবাজারনিউজ/অ

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.