আজ: শনিবার, ২০ এপ্রিল ২০২৪ইং, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২১ মে ২০১৫, বৃহস্পতিবার |

kidarkar

বাজেটে ব্যবসায়িদের জন্য সুখবর আছে:প্রধানমন্ত্রী

sheikh hasinaশেয়ারবাজার রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছি। সবচেয়ে বড় বিষয়, গ্রামের মানুষের আর্থসামাজিক উন্নয়ন হয়েছে। বিনিয়োগের পরিবেশ সৃষ্টি করেছি। প্রত্যেক এলাকায় অর্থনৈতিক অঞ্চল তৈরি করেছি। সেখানে বিশেষ প্রণোদনা দিয়ে ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানাচ্ছি। ভবিষ্যতে ব্যবসায়ীদের জন্য আরো সুখবর আছে। যা বাজেটে ঘোষণা করা হবে। সবচেয়ে বেশি ব্যবসায়ের সুযোগ করে দিয়েছে আওয়ামী লীগ সরকার। আমরা বেসরকারি খাতকে শক্তিশালী করতে সবসময় কাজ করেছি।’

‘রপ্তানি ১০ বিলিয়ন থেকে ৩০ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে।বিদেশে রপ্তানির পাশাপাশি দেশে বাজার সৃষ্টি করতে হবে। আর আমরা প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক উন্নয়ন করেছি। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।’

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এ অনুষ্ঠানের আয়োজন করে।

প্রধানমন্ত্রী বলেন, ‘রপ্তানি ১০ বিলিয়ন থেকে ৩০ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে।বিদেশে রপ্তানির পাশাপাশি দেশে বাজার সৃষ্টি করতে হবে। আর আমরা প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক উন্নয়ন করেছি। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।’

এ সময় দেশের মানুষের কথা চিন্তা করে ব্যবসা করার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, ‘প্রতিশ্রুতি দিয়েছিলাম, ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব। আজ সবার হাতে ইন্টারনেট। গ্রামের মানুষ অনলাইনে তাদের কাজ করছে। দেশের ৭০ ভাগ মানুষ বিদ্যুৎ পাচ্ছে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করেছে এই সরকার। আমাদের একটাই লক্ষ্য- বাংলাদেশ হবে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত। ২০১৮ সালের মধ্যে দেশে হতদরিদ্র থাকবে না। বাংলাদেশে দারিদ্র্যের হার ২৪ ভাগ। এই সরকারের আমলেই আরো ১০ ভাগ দারিদ্র্য কমানো হবে।’

 

শেয়ারবাজারনিউজ/অ/মু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.