আজ: শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ইং, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৫ মে ২০১৫, সোমবার |

kidarkar

নেপালের পর এবার জাপানে ভূমিকম্প

earthquakeশেয়ারবাজার ডেস্ক: নেপালের পর এবার জাপানে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের ফলে রাজধানী টোকিও’র বাড়িঘর কেঁপে ওঠে এবং নগরীর পাতাল রেল বন্ধ হয়ে যায়।

মার্কিন জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানায়, সোমবার ঘটে যাওয়া ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ছিল ৫ দশমিক ৩। তবে এর আগে জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছিল, ভূমিকম্পের তীব্রতা ৫ দশমিক ৬। তবে ভূমিকম্পের ফলে সুনামির কোন ঝুঁকি নেই। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল টোকিও’র উত্তরে সাইতামা এলাকার পশ্চিমাঞ্চলে।

ভূমিকম্পের পর কোন ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা যাচাই করতে টোকিওতে যাওয়ার প্রধান আন্তর্জাতিক প্রবেশদ্বার নারিতা বিমানবন্দরের উভয় রানওয়ে বন্ধ করে দেয়া হয়। তবে সেখানে কোন ক্ষতি হয়নি।

এনএইচকে টেলিভিশনের খবরে বলা হয়, রাজধানীর বিস্তীর্ণ এলাকায় ভূ-কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পে কোন হতাহত বা ক্ষতির খবর পাওয়া যায়নি। এছাড়া ওই অঞ্চলে কোন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রও বন্ধ করা হয়নি।

উল্লেখ্য, ২০১১ সালে ৯ মাত্রার এক ভূমিকম্পের ফলে সৃষ্ট ভয়াবহ সুনামিতে দেশটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। সেসময় ১৮ হাজারেরও বেশি লোকের প্রাণহানি ঘটে এবং হাজার হাজার বাড়িঘর বিধ্বস্ত হয়।

শেয়ারবাজারনিউজ/অ

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.