আজ: বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ইং, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৫ জানুয়ারী ২০১৫, বৃহস্পতিবার |

kidarkar

সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন চলছে

price-chart-downশেয়ারবাজার ডেস্ক: বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের নিম্মমুখী প্রবণতায় লেনদেন চলছে। বেলা সাড়ে ১২ টা পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক কমেছে ২ পয়েন্ট। লেনদেন হয়েছে ১৫৫ কোটি ৮৬ লাখ ৬৯ হাজার টাকা। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক কমেছে ১৯ পয়েন্ট। লেনদেন হয়েছে ৮ কোটি ২৭ লাখ ৬৬ হাজার ২৫৪.৩০ টাকা।

ডিএসইতে বেলা সাড়ে ১২ টা পর্যন্ত ২৯০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ১১২টির,কমেছে ১২০টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৮টি কোম্পানির শেয়ার দর। অন্যদিকে সিএসইতে ১৯৯টির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৯টির,কমেছে ৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টি কোম্পানির শেয়ার দর।

উল্লেখ্য, দেশের রাজনৈতিক পরিস্থিতি সংকটের কারণে পুঁজিবাজারেও এর বিরুপ প্রভাব পড়ছে। মিশ্র অবস্থার মধ্য দিয়ে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে গত কয়েক কার্যদিবস ধরে লেনদেন হচ্ছে।

শেয়ারবাজার/অ

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.