আজ: শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ইং, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৪ জুন ২০১৫, বৃহস্পতিবার |

kidarkar

ডিএসইতে গেইনারের শীর্ষে ফার কেমিক্যাল

Far Camical_SharebazarNewsশেয়ারবাজার ডেস্ক: সপ্তাহের শেষ কার্যদিবসে বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনারের শীর্ষে রয়েছে ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য পাওয়া গেছে।

আজ ডিএসইতে ‘এ’ ক্যাটাগরীর ফার কেমিক্যালের শেয়ারদর ৯.৮৭ শতাংশ বা ৪.৪০ টাকা বেড়েছে। এই কোম্পানির শেয়ারদর ৪৫.১০ টাকা থেকে ৫৯ টাকা পর্যন্ত ওঠানামা করে সর্বশেষ ৪৯ টাকায় লেনদেন হয়। সারাদিনে কোম্পানিটির ২৭ লাখ ৪৯ হাজার ১১৩টি শেয়ার মোট ২ হাজার ৫২০ বার হাত বদল হয়। যার বাজার দর ১৩ কোটি ২৭ লাখ ৪০ হাজার টাকা। কোম্পানিটির শেয়ারদর গত একমাসে সর্বনিম্ন ছিল ২৭.৩০ টাকা এবং সর্বোচ্চ ছিল ৫৫.৩০ টাকা।

ডিএসই’তে টপটেন গেইনারের তালিকায় থাকা অন্যান্য কোম্পানি গুলোর মধ্যে ইনটেক অনলাইনের শেয়ারদর বেড়েছে ৭.৮১ শতাংশ, এ্যাপোলো ইস্পাতের ৭.৩৭ শতাংশ, সাইফ পাওয়ারটেকের ৬.১৫ শতাংশ, আইসিবি ফার্স্ট এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ৬ শতাংশ, বিডি কমের ৫.৫৪ শতাংশ, ট্রাস্ট ব্যাংকের ৫.৫৩ শতাংশ, রেকিট বেনকিজারের ৪.৯৮ শতাংশ, অগ্নি সিস্টেমসের ৪.৮৫ শতাংশ এবং আমরাটেকের শেয়ারদর বেড়েছে ৪.৫০ শতাংশ।

শেয়ারবাজারনিউজ/রু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.