আজ: শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ইং, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৫ জুন ২০১৫, শুক্রবার |

kidarkar

ধান থেকে বিদ্যুৎ উৎপাদন

dhan khetশেয়ারবাজার ডেস্ক: ধানের ক্ষেত থেকে এবার বিদ্যুৎ উৎপাদন করে দেখিয়েছেন ডাচ বিজ্ঞানীরা। বিজ্ঞানীরা এ পদ্ধতির নাম দিয়েছেন ‘প্ল্যান্ট ই’। বিজ্ঞানীদের আশা, অদূর ভবিষ্যতেই ধানের ক্ষেত থেকে উৎপাদিত বিদ্যুৎ প্রত্যন্ত গ্রামগুলো আলোকিত করে তুলবে। এ প্রকল্পের সহ-প্রতিষ্ঠাতা মারজোলেইন হেল্ডার বলেন, ‘গাছ যে পরিমাণ শক্তি উৎপন্ন করে এর পুরোটাই তাদের কাজে লাগে না-এ নীতির ওপর নির্ভর করেই বিদ্যুৎ উৎপাদনের কাজটি করা হয়। সৌর বা বায়ুমিলের তুলনায় এ পদ্ধতির সুবিধাটি হচ্ছে-রাতে বাতাস না থাকলেও বিদ্যুৎ উৎপাদনে কোনো সমস্যা হবে না।’ ওয়াশিংটন ইউনিভার্সিটির একটি স্বপ্ন প্রকল্প এটি। এর প্যাটেন্ট করা হয় ২০০৭ সালে। ২০০৯ সাল থেকেই ডেনমার্কে বিষয়টি নিয়ে গবেষণা চলছে। এ পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদনের জন্য পানিতে জন্মায় এমন গাছের প্রয়োজন হয়। এটা ম্যানগ্রোভ জলাভূমিও হতে পারে। আবার বাগানের টবেও করা সম্ভব।

ডেনমার্কের ইউট্রিচ বিশ্ববিদ্যালয়ের টেকসই উদ্ভাবন বিষয়ের অধ্যাপক এবং দেশটির সাবেক পরিবেশমন্ত্রী জ্যাকুলিন ক্রেমার বলেন, ‘সবে মাত্র এ প্রকল্পটি চালু হয়েছে। এতে অনেক কিছুর উন্নয়ন করতে হবে। তবে এর প্রচুর সম্ভাবনা রয়েছে। এই পদ্ধতিটি শুধু গ্রামে নয় শহরেও বিদ্যুৎ সরবরাহ করতে পারবে।

শেয়ারবাজারনিউজ/সা

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.