আজ: শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ইং, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৭ জুন ২০১৫, রবিবার |

kidarkar

চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারে সম্মতি

hasina-modiশেয়ারবাজার রিপোর্ট: ঢাকা সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রথম দিনে অন্তত ২২টি চুক্তি, প্রটোকল ও সমঝোতা স্মারক সই এবং এ সংক্রান্ত নথি বিনিময় হয়েছে।

শনিবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে এ সব চুক্তি, প্রটোকল ও সমঝোতা স্মারক সই এবং এ সংক্রান্ত নথি বিনিময় হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে দু’দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সব চুক্তি, প্রটোকল ও সমঝোতা স্মারক সই করেন।

সই ও বিনিময় হওয়া চুক্তি, প্রটোকল ও সমঝোতা স্মারক

১. ১৯৭৪ সালের স্থল সীমান্ত চুক্তি এবং এ সংক্রান্ত ২০১১ সালের প্রটোকল অনুসমর্থনের দলিল বিনিময়।

১. ১৯৭৪ সালের স্থল সীমান্ত চুক্তি এবং এ সংক্রান্ত ২০১১ সালের প্রটোকল বাস্তবায়নের সম্মতিপত্র বিনিময়।

৩. দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি (নবায়ন)।

৪. বাংলাদেশ ও ভারতের মধ্যে উপকূলীয় জাহাজ চলাচল চুক্তি।

৫. অভ্যন্তরীণ নৌ-পরিবহন ও বাণিজ্য প্রটোকল (নবায়ন)।

৬. পণ্যের মান নির্ধারণে সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশের বিএসটিআই এবং ভারতের বি আইসর মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা চুক্তি।

৭. ঢাকা-শিলং-গোহাটি র“টে বাস চলাচল চুক্তি এবং এ সংক্রান্ত প্রটোকল।

৮. কলকাতা-ঢাকা-আগরতলা বাস চলাচল চুক্তি এবং এ সংক্রান্ত প্রটোকল।

৯. দু’দেশের উপকূলরক্ষীদের (কোস্ট গার্ডস) মধ্যে সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক।

১০. মানব পাচার রোধে সমঝোতা স্মারক।

১১. চোরাচালান এবং জালটাকা ছড়ানো প্রতিরোধে সমঝোতা স্মারক।

১২. বাংলাদেশ সরকারকে ভারত সককারের নতুন করে ২ বিলিয়ন মার্কিন ডলার তথা প্রায় সাড়ে ১৫ হাজার কোটি টাকার ঋণ প্রদানের বিষয়ে দু’দেশের মধ্যে সমঝোতা স্মারক।

১৩. বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরে ব্লু -ইকোনমি এবং মেরিটাইম সহযোগিতা বিষয়ে সমঝোতা স্মারক।

১৪. বাংলাদেশের চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দর ভারতের ব্যবহার বিষয়ে সমঝোতা স্মারক।

১৫. সার্কে ভারতের জলবায়ু পরিবর্তন সহযোগিতা- আইইসিসি’র অধীনে একটি প্রকল্প বিষয়ে সমঝোতা স্মারক।

১৬. ভারতের জন্য (মংলা ও ভেড়ামারায়) বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা সংক্রান্ত সমঝোতা স্মারক।

১৭. তিন বছর মেয়াদে ২০১৫-২০১৭ সাল নাগাদ সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি।

১৮. বাংলাদেশ-ভারত শিক্ষা সহযোগিতা বিষয়ে ইচ্ছাপত্র।

১৯. ভারতের আখাউড়ায় ইন্টারনেটের জন্য আন্তর্জাতিক ব্যান্ডউইথ লিজ নেয়ার জন্য বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) সঙ্গে ভারত সঞ্চার নিগাম লিমিটেডের (বিএসএনএল) চুক্তি।

২০. বঙ্গোপসাগরে যৌথ গবেষণা এবং সমুদ্রবিজ্ঞান বিষয়ে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ভারতের কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্স-এর মধ্যে সমঝোতা স্মারক।

২১. বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং ভারতের জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক।

২২. বাংলাদেশে কার্যক্রম শুরু করতে ভারতের লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীকে (এলআইসি) বাংলাদেশের ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি (আইডিআরএ) কর্তৃক সম্মতিপত্র প্রদান।

 

শেয়ারবাজারনিউজ/অ/মু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.