আজ: শনিবার, ২০ এপ্রিল ২০২৪ইং, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৭ জানুয়ারী ২০১৫, শনিবার |

kidarkar

লেনদেনের শীর্ষে আইডিএলসি ফাইন্যান্স

IDLCশেয়ারবাজার ডেস্ক: সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের ‘এ’ ক্যাটাগরির আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড। গত সপ্তাহে এ কোম্পানির লেনদেন হয়েছে ৫৮ কোটি ৪৩ লাখ ৪৫ হাজার টাকা। যা বাজারের মোট লেনদেনের ৩.১৫ শতাংশ। আগের সপ্তাহের তুলনায় কোম্পানিটির লেনদেন ৫.৮৪ শতাংশ বেড়েছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৭১ লাখ ৮৯ হাজার ৫৪৮টি শেয়ার লেনদেন হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানিটি তৃতীয় প্রান্তিক (জানুয়ারি’১৪-সেপ্টেম্বর’১৪) আর্থিক প্রতিবেদনে শেয়ার প্রতি আয় (ইপিএস) ৩.৬৫ টাকা দেখিয়েছে। ইতিমধ্যেই কোম্পানিটির অর্থবছর শেষ হয়েছে। শিগগিরই কোম্পানির কাছ থেকে ডিভিডেন্ডের ঘোষণা আসবে। ভালো ডিভিডেন্ড দেবে এই প্রত্যাশায় কোম্পানিটির লেনদেন বাড়ছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। উল্লেখ্য,ডিসেম্বর ২০১৩ সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটি ৫ শতাংশ ক্যাশ ও ২৫ শতাংশ স্টক ডিভিডেন্ড প্রদান করে।
১৯৯২ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া আইডিএলসি ফাইন্যান্স এর অনুমোদিত মূলধন ৪০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ২০১ কোটি ১০ লাখ টাকা। এর রিজার্ভের পরিমাণ ৩৩৪ কোটি ৮১ লাখ টাকা। কোম্পানিটির মোট ২০ কোটি ১০ লাখ ৯৩ হাজার ৭৫০টি শেয়ারের মধ্যে পরিচালনা পর্ষদের কাছে রয়েছে ৬৩.৮২ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ১৪.৫৪ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ২১.৬৪ শতাংশ শেয়ার।
উল্লেখ্য,লেদেনের শীর্ষে থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো : বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস, অগ্নি সিস্টেমস, সাইফ পাওয়ারটেক, ডেসকো, অলটেক্স, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, লাফার্জ সুরমা সিমেন্ট, গ্রামীন ফোন এবং  ফু-ওয়াং ফুড।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.