আজ: মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ইং, ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ৭ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২২ নভেম্বর ২০২০, রবিবার |

kidarkar

দর বৃদ্ধির শীর্ষে প্রভাতী ইন্স্যুরেন্স

শেয়ারবাজার ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রবিবার শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৭ দশমিক ২৮ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ১৩৭ বারে ৭ লাখ ৭৩ হাজার ৬৮২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ কোটি ১৭ লাখ টাকা।

দ্বিতীয় স্থানে রয়েছে সোনালী আঁশ। কোম্পানির শেয়ার দর ৬ দশমিক ৬৫ শতাংশ বেড়েছে। কোম্পানিটি ৬৮১ বারে ২৬ হাজার ৬৬২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি টাকা।

তৃতীয় স্থানে রয়েছে আমান কটন। কোম্পানির দর বেড়েছে ৬ দশমিক ২৯ শতাংশ। কোম্পানিটি ৬১২ বারে ৯ লাখ ৯৯ হাজার ৫৭৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ন্যাশনাল ফিডের ৬ দশমিক ০৬ শতাংশ, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৪ দশমিক ৯৪ শতাংশ, এসএস স্টীলের ৩ দশমিক ৭৮ শতাংশ, এশিয়া প্যাসিফিকের ৩ দশমিক ৫৯ শতাংশ, এসিআই ফরমুলেশনের ২ দশমিক ৯০ শতাংশ, জনতা ইন্স্যুরেন্সের ২ দশমিক ৮৬ শতাংশ ও ইন্টার্ন ইন্স্যুরেন্সের ২ দশমিক ৫৪ শতাংশ শেয়ার দর বেড়েছে।

 

 

শেয়ারবাজার নিউজ/এন

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.