আজ: শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ইং, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৮ জানুয়ারী ২০১৫, রবিবার |

kidarkar

টানা অবরোধেও নেতিবাচক প্রভাব পড়েনি পুঁজিবাজারে

stock-market-upশেয়ারবাজার রিপোর্ট : টানা হরতাল-অবরোধেও পুঁজিবাজারে নেতিবাচক প্রভাব পড়েনি। গত ৬ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত টানা হরতাল অবরোধে পুঁজিবাজারে আট কার্যদিবস লেনদেন হয়েছে। এতে আগের আট কার্যদিবসের তুলনায় ১ হাজার ৫৮ কোটি ৯৪ লাখ ৫১ হাজার টাকা বেশি লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, অবরোধের এই আট কার্যদিবসে ৬৮ কোটি ৮৪ লাখ ৬৩ হাজার ৫৪৬টি শেয়ার মোট ৭ লাখ ৭ হাজার ৯১৫ বার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য দাঁড়িয়েছে ২ হাজার ৭৬৩ কোটি ৮৯ লাখ ৬৮ হাজার টাকা।
অন্যদিকে, এর আগের আট কার্যদিবসে ৪২ কোটি ৪৩ লাখ ৬ হাজার ২৯ টি শেয়ার মোট ৫ লাখ ৭ হাজার ১৮১ বার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১ হাজার ৭০৪ কোটি ৯৫ লাখ ১৭ হাজার টাকা।
এতে দেখা যাচ্ছে, অবরোধের সময় লেনদেনকৃত শেয়ার সংখ্যা ২৬ কোটি ৪১ লাখ ৫৭ হাজার ৫১৭টি বেশি হয়েছে। এছাড়া হাতবদলের ২ লাখ ৭৩৪ বার বেশি হয়েছে। অন্যদিকে উক্ত সময়ে ১ হাজার ৫৮ কোটি ৯৪ লাখ ৫১ হাজার টাকা বেশি লেনদেন হয়েছে।
এ ব্যাপারে অর্থনীতিবিধ ও শেয়ারবাজার বিশেষজ্ঞ অধ্যাপক আবু আহমেদ শেয়ারবাজারনিউজ ডটকমকে বলেন, দেশের এই অবস্থায় বিনিয়োগকারীরা অন্য যায়গা থেকে শেয়ারবাজারকে নিরাপদ বলে মনে করছেন। এছাড়া আগের যেকোনো সময়ের তুলনায় বর্তমান পুঁজিবাজারে বিনিয়োগকারীদের কাছে আস্থাশীল হিসেবে বিবেচিত হচ্ছে। তাই বর্তমানে বাজারের প্রতি তারা আগ্রহ বাড়াচ্ছে। যার ফলে রাজনৈতিক সংকটও পুঁজিবাজারে প্রভাব ফেলতে পারেনি বলে জানান তিনি।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্যবস্থাপনা পরিচালক ওয়ালিউল মারুফ মতিন এ বিষয়ে শেয়ারবাজার নিউজ ডটকমকে বলেন, যদিও হরতাল-অবরোধে যাতায়াতের সমস্যা হয়ে থাকে। এ কারণে বেশিরভাগ বিনিয়োগকারী স্বশরীরে হাউজে উপস্থিত হয়ে লেনদেন করছেন না। কিন্তু মোবাইল ফোন বা অনলাইনের মাধ্যমে বিনিয়োগকারীরা বিনিয়োগ চালিয়ে যাচ্ছেন। তাই পুঁজিবাজারে হরতাল-অবরোধের কোনো নেতিবাচক প্রভাব পড়ছে না।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.