আজ: শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ইং, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৫ ডিসেম্বর ২০২০, শনিবার |

kidarkar

লেনদেনের শীর্ষে রয়েছে যারা

শেয়ারবাজার ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে  এসেছে বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।  ।

সাড়া সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৩২ লাখ ৯৯ হাজার ৬৫২ টি শেয়ার লেনদেন হয়েছে  বলে জানা যায়। যার বাজার মূল্য ১৯১ কোটি ৪৩ লাখ ৪১ হাজার টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকোর ৬ কোটি ৯৭ লাখ ৮৬ হাজার ৩৯৪ টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৭৭ কোটি ৬৩ লাখ ৫৮ হাজার টাকা।

তৃতীয় স্থানে থাকা নিটল ইন্সুরেন্সের ১ কোটি ২৪ লাখ ৬৩ হাজার ২৪১ টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৮৮ কোটি ৬৭ লাখ ৫০ হাজার টাকা।

শীর্ষ লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ন্যাশনাল ফিড মিলসের ৮২ কোটি ৫০ লাখ ৬৬ হাজার টাকা, প্রগতি ইন্স্যুরেন্সের ৮২ কোটি ১৮ লাখ ৪ হাজার টাকা , বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানির ৭৫ কোটি ৬২ লাখ ১৯ হাজার টাকা , নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্সের ৬৬ কোটি ৯৪ লাখ ৬৮ হাজার টাকা , রিপাবলিক ইন্স্যুরেন্সের ৬৬ কোটি ৮৭ লাখ ৬০ হাজার টাকা, রূপালী ইন্স্যুরেন্সের ৬০ কোটি ১৩ লাখ ৬১ হাজার টাকা  ও অ্যাসোসিয়েটেড অক্সিজেনের ৫২ কোটি ৫৯ লাখ ৮৭ হাজার টাকার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার নিউজ/মি

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.